প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৮
বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে বিনির্মানে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে : এমএ কুদ্দুস
মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রতির বন্ধনে শান্তিতে থাকতে পারছি এটাই হল শেখ হাসিনার বাংলাদেশ। এটাই হল বঙ্গবন্ধুর দেয়া উপহার স্বাধীন দেশ। আওয়ামী লীগ সরকার শান্তিতে বিশ্বাসী, ধর্ম নিয়ে ভুল ব্যাখ্যায় বিশ্বাসী নয়। ৬ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ মতলব উত্তর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমএ কুদ্দুস আরো বলেন, ধর্ম যার উৎসব সবার। যখন ধর্ম পালন করা সময়, তখন সবাই যার যার ধর্ম পালন করবেন। আর যখন উৎসব করার সময় তখন সবাই একসাথে শান্তিতে উৎসব পালন করতে পারবেন। যাতে করেন আমাদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শান্তিপ্রিয় মানুষ। তাই তিনি ধর্ম নিয়ে ভুল ব্যাখ্যা বিশ্বাস করেন না। সাম্প্রদায়িত সম্প্রীতিতে তিনি বিশ্বাসী।
চাঁদপুর-২ আসনে দলীয় মনেনায়ন প্রত্যাশী এমএ কুদ্দুস বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে বিনির্মানে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনে এমএ কুদ্দুস একজন দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়া চান।
বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ মতলব উত্তর শাখার আহ্বায়ক বিমল চন্দ্র দাস এর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, সাবেক প্রধান শিক্ষক বাবু রাধেশ্যাম রায়, বলারম গোস্বামী প্রমুখ। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।