রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০১:৩৩

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা বিএনপির মিলাদ ও দোয়া শেখ হাসিনার সময় শেষ হয়ে আসছে -অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম

স্টাফ রির্পোটার
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা বিএনপির মিলাদ ও দোয়া  শেখ হাসিনার সময় শেষ হয়ে আসছে -অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম
জেলা বিএনপির মিলাদ ও দোয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট বুধবার বাদ আছর দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। যিনি এই দেশের গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, দেশের উন্নয়নে কাজ করেছেন।

শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে ফ্যাসিস্ট সরকার তাঁকে বন্দী রেখেছে। গুরুতর অসুস্থ হওয়া সত্বেও অমানবিক সরকার তাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না।

তিনি বলেন, আজকে দেশে একটি ক্রান্তিকাল চলছে।কিন্ত চিন্তার কোন কারন নেই। শেখ হাসিনার সময় শেষ হয়ে আসছে।আপনারা জানেন আমাদের চেয়ারপার্সন খুবই অসুস্থ তার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সেলিমউস সালাম,চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি,সাধারণ সম্পাদক অ্যাড. হারুনূর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,সিনিয়র সহ সভাপতি অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল,জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আঃ কাদের বেপারি,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন আহমেদ পলাশ, জেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অধ্যাপক মো:জাকির হোসেন , জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন,জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন।

উক্ত দোয়া অনুষ্ঠানে জেলা উপজেলা পৌর ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়