সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ১৯:৫৪

বঙ্গবন্ধুর রেখে যাওয়া কর্ম আমাদের শেষ করতে হবে : আবুল খায়ের পাটওয়ারী

বঙ্গবন্ধুর রেখে যাওয়া কর্ম আমাদের শেষ করতে হবে : আবুল খায়ের পাটওয়ারী
ফরিদগঞ্জ ব্যুরো

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) ফরিদগঞ্জ পৌরসবার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, শোক র‌্যালী, আলোচনা সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকালে পৌরসভার সমানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে পৌর কর্তৃপক্ষ। পরে শোক র‌্যালী অনুষ্ঠিত হয়। পৌর মিলনায়তনে পৌর নিবার্হী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান শাহের সভাপতিত্বে ও শাখাওয়াত হোসেন মিন্টুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী।

এসময় তিনি বলেন, বাঙালি জাতির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের জীবনের ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ১৩টি বছর করাগারে কাটিয়েছেন। ১৯৭১ সালে পাকিস্তানী কারাগারে নিশ্চিত প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। কিন্তু পাকিরা সেদিন বঙ্গবন্ধুকে মেরে ফেলার সাহস করতে পারে নি। কিন্তু যেই দেশ ও দেশের জনগণকে তিনি নিজের পরিবারের চেয়ে বেশি ভালবাসতেন, সেই দেশের কিছু মানুষ তার সাথে বেঈমানী করলো। বিশ^াস ঘাতকতা করে তাকে দুইজন ছাড়া বাকীদের স্বপরিবারের হত্যা করলো। এই নির্মমতা পৃথিবীর আর কোন দেশেই হয়নি। বঙ্গবন্ধু ইচ্ছা ছিল এইদেশকে সোনার বাংলা গড়বেন। কিন্তু তিনি তা করে যেতে পারেন নি। তার রেখে যাওয়া কর্মকে শেষ করার দায়িত্ব আমাদের সকলের। বিশেষ করে নুতন প্রজন্মদের, সরকারি চাকুরিজীবিদের । তাই আজকের দিনে আমরা জাতির পিতার সোনার বাঙলা তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে দীপ্ত শপথ নেই।

এসময় আরো বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আ: মান্নান পরান, নিবার্হী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারি প্রকৌশলী দেলওয়ার হোসেন, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ। পরে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়