প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১৭:০৪
ছাত্রলীগকেই বিএনপি-জামাতের সকল নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : ড. সেলিম মাহমুদ
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন- ছাত্রলীগের ইতিহাস, বাঙ্গালির ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ছিলেন। বাঙ্গালি জাতির প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। বাঙ্গালী জাতির প্রতিটি ক্লান্তিকালে ছাত্রলীগে ঢাল হয়ে দেশ ও জনগণের পাশে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালির মুক্তি ও স্বাধীনতার সংগ্রাম সফল করার লক্ষ্যে যে পরিকল্পনা করেছিল তন্মধ্যে ছাত্রলীগের ভূমিকা ছিল অন্যতম।
|আরো খবর
তিনি আরো বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি জামাত যে নৈরাজ্য করেছিল সে সন্ত্রাসী কর্মকা- দেখেছে এ দেশের মানুষ তা ভুলে যায়নি। আগামী নির্বাচনে ছাত্রলীগসহ এদেশের তরুন ও যুবসমাজ দেশের প্রত্যেকটা স্তরের মানুষ যাতে জাগ্রত থেকে শেখ হাসিনার আগামী নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিটি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে। তিনি গতকাল শনিবার সকালে পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগের আয়োজনে দেশব্যাপী জামাত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সুরক্ষার লক্ষ্যে কচুয়ার ছাত্র ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে কচুয়া উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাহউদ্দিন সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাকিল মুন্সি ও ফয়সাল ভূইয়া যৌথ সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়া উর রহমান হাতেম, বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান হাবীব মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আহবায়ক শেখ সজিব, যুগ্ম আহবায়ক নুর, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক ইব্রাহীম প্রমুখ।