প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ২২:৪০
মতলব উত্তরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চিকিৎসার চেক বিতরণ
মানবতার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা : অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ১লা এপ্রিল(শনিবার) মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে চিকিৎসার জন্য চেক বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও চেক বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।
|আরো খবর
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভা প্রধানে ও জেলা পরিষদের সদস্য, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাজান প্রধান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব,নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম,জেলা পরিষদের মহিলা সদস্য পরিচালক তাছলিমা আক্তার আখি, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আঃ রব, মতলব ডিগ্রি কলেজের সাবেক জিএস রহমত উল্লাহ চৌধুরী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা,ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়,পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবলীগ নেতা নুরে আলম স্বপন, উপজেলা ছাত্র লীগ নেতা নুর নবী খান প্রমূখ।
আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই সাধারণ মানুষ ও নেতাকর্মী সহ অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে চিকিৎসার চেক এনে মানুষের মাঝে দেওয়া সম্ভব হয়েছে। তিনিই হলেন মানবতার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি ডিজিটাল বাংলাদেশ সফল করার পর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছেন। তার হাতেই দেশের সার্বিক উন্নয়ন ব্যবস্থা ও সুশাসন নিশ্চিত হবে বলে মনে করি।
প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে মোট ১৯ লক্ষ টাকার চিকিৎসা চেক বিতরণ করা হয়।