সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৪ জুন ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

আওয়ামী লীগের নেতা-কর্মীরা সর্বদা আদর্শের রাজনীতি করে : আবুল খায়ের পাটওয়ারী

ফরিদগঞ্জ ব্যুরো ॥
আওয়ামী লীগের নেতা-কর্মীরা সর্বদা আদর্শের রাজনীতি করে : আবুল খায়ের পাটওয়ারী

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে স্বাস্থ্য বিধি মেনে আনন্দ র‌্যালি করে জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বৃক্ষরোপণ শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন মিয়াজী, শাহআলম, হাসান আব্দুল হাই, আইন বিষয়ক সম্পাদক আবুল হাসনাত নয়ন, উপজেলা সেক্টর কমান্ডারস্ ফোরামের সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্লা, যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী সফিকুর রহমান, কামরুজ্জামান সবুজ, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমরান হোসেন মিলন ও যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দীপু।

মেয়র আবুল খায়ের পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা সর্বদা আর্দশের রাজনীতি করে। যারা আওয়ামী লীগকে ভালবাসে তারা কখনো দলের বিরুদ্ধাচরণ করতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান দলটি প্রতিষ্ঠার শুরু থেকে জীবনের শেষদিন পর্যন্ত নেতা-কর্মীদের জন্যে কাজ করে গেছেন। ফলে তিনি গণমানুষের নেতা হয়ে উঠেছিলেন। তাঁর প্রগাঢ় নেতৃত্বের কারণেই ৭২ বছর পরেও আজ আওয়ামী লীগ দেশের বৃহৎ রাজনৈতিক দল। তাই আসুন সকলে আজকের এই দিনে দলের আদর্শ এবং নেতৃত্বের প্রতি আস্থা রেখে সামনের দিগুলোতে একত্রিত হয়ে কাজ করি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেন, আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। আমরা যখন ছাত্ররাজনীতি করেছি, তখন দলের দুঃসময় ছিলো। কিন্তু নেতৃত্ব দিয়ে আজ এই পর্যন্ত এসেছি। আমি চাঁদপুরে জেলার রাজনীতি করি। কিন্তু ফরিদগঞ্জ আমার জন্মভূমি হওয়ার কারণে সাথে সাথে দলের স্বার্থে নির্বাচনে অংশগ্রহণ করি এবং জনপ্রতিনিধি হই। আর আমার দেয়া দায়িত্ব থেকেই উপজেলায় দলের জন্যে কাজ করে চলেছি। অনেকেই রয়েছেন দাওয়াত পাননি, তাই আসেন নি, এই ধরনের কথা বলেন। আওয়ামী লীগ যারা করে, তারা কখনো দাওয়াতের জন্যে বসে থাকে না।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, আজ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দলের মনোনয়ন পেয়ে অনেকে নির্বাচিত হয়েছেন। কিন্তু নির্বাচনের পর অনেকেই নেতা-কর্মীদের ভুলে যান। এটি কখনোই মেনে নেয়া যায় না। আসুন আজকের দিনে আমরা আবারো একযোগে কাজ করার শপথ নেই।

অনুষ্ঠানে আলোচনা শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়