বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৪ জুলাই ২০২২, ২৩:২৯

সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার
সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ গ্রেফতার

সম্পত্তিগত বিরোধ ও মারামারির এক মামলায়

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ মাহমুদপুর ইউপি'র দুইবারের চেয়ারম্যান ও বিএনপি নেতা স্বপন মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকা কাঁচপুর এলাকা থেকে যাত্রাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়।

সাবেক ওই চেয়ারম্যান আটকের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ।

তিনি বলেন, তাকে আমাদের এখানে এখনো পৌঁছানো হয়নি।

জানা যায়, শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিমলেরগাঁও গ্রামের জনৈক জামাল খানের সাথে স্বপন মাহমুদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধ নিয়ে জামাল খানের ভাই মোঃ সফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদকে বিবাদী করে গত ১৯ জুন চাঁদপুর সদর মডেল থানায় হামলা ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬৩, তারিখ- ১৯/৬/২০২২ইং।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়