প্রকাশ : ২১ জুন ২০২১, ১১:৪৭
শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনাসহ যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম : সুজিত রায় নন্দী
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে বিদ্যমান কোভিড-১৯ সঙ্কটসহ যে কোনো দুর্যোগ আমরা সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম। শেখ হাসিনা করোনা ভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে সম্ভাব্য সকল উপায়ে জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি বরাবরের মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
|আরো খবর
তিনি গতকাল (২০ জুন) রোববার সকালে হাইমচর উপজেলার মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে করোনা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে করোনাভাইরাস মোকাবেলায় হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, এন্টিসেপটিক হ্যান্ডওয়াশ, লিকুইড স্যাভলন, পেপসোডেন্ট পেস্ট বিতরণ করা হয়।
হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে এ সকল সামগ্রী সুজিত রায় নন্দী আগতদের মাঝে প্রদান করেন।
হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সন্তোষ কুমার মজুমদারের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার হাফিজ মাস্টারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী ও হাইমচর থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার দাশ।
উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শাহ মোহাম্মদ বারেক বকাউল, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ ছাত্তার গাজী, প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম নয়ন, মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন গাজী, স্বেচ্ছাসেবক লীগর নেতা শাহজাহান দেওয়ান প্রমুখ।