প্রকাশ : ২১ এপ্রিল ২০২২, ১২:৩২
জামিন পেলেন চাঁদপুর বিএনপির শীর্ষনেতা শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুর সদর মডেল থানার নাশকতার মামলায় গ্রেপ্তার জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। চাঁদপুর জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমানের আদালত ২১ এপ্রিল বৃহস্পতিবার এ আদেশ দেন। চাঁদপুর কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন শেখ ফরিদ আহমেদ মানিকের আইনজীবী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম।
|আরো খবর
এর আগে ১০ এপ্রিল রবিবার সকালে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মানিকের আইনজীবীরা। বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। রাজনৈতিক এ মামলায় বলা হয়, চাঁদপুর শহরের কালিবাড়ী কোর্ট স্টেশন এলাকায় ২০১৮ সালের নির্বাচনকালে রেল লাইন তুলে নেওয়ার অভিযোগে পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে।মামলায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত। ১১ দিন পর আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। জামিন নামা বারাগারে পৌঁছলে যেকোন সময় তিনি কারাগার থেকে বেরিয়ে আসবেন বলে জানা যায়।