প্রকাশ : ২৮ মার্চ ২০২২, ২৩:৪৫
চাঁদপুর জেলা বিএনপির কাউন্সিল নিয়ে মাহবুবুর রহমান শাহীনের সংবাদিক সম্মেলন
আমার প্রার্থীতা অবৈধ হলে শেখ ফরিদ আহমেদ মানিকের প্রার্থীতাও অবৈধ
২ এপ্রিল চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন ২০২২ ইং অনিয়ম সম্পর্কে চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে আসন্ন সম্মেলনে জেলা বিএনপির সভাপতি প্রার্থী থেকে বাদ পড়া মাহবুবুর রহমান শাহীন।
সংবাদিক সম্মেলনে তিনি বলেন,দীর্ঘদিন পর চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে, আমরা আশা করেছিলাম জেলা বিএনপি একটি সুন্দর সম্মেলন উপহার দিবে। কিন্তু দেখলাম দলীয় গঠনতন্ত্র দেখিয়ে আমার প্রার্থীতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন । আমার প্রশ্ন দলীয় গঠনতন্ত্র কি শুধু আমার একার জন্য?
যদি একার জন্য না হয়ে থাকে তাহলে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক কিভাবে প্রার্থী থাকে। আমার প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে? কারণ দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এক নেতার এক পদ বাস্তবায়ন অত্যাবশ্যকীয়।কিন্তু শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব (১) চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক (২) বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক, ৯৬ তম কর্মকর্তা । এই ধারা মতে, শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনে সভাপতি প্রার্থী হতে পারেন না।বিএনপির গঠনতন্ত্র মতে শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবের সভাপতি পদপ্রার্থী হিসেবে দাখিলকৃত মনোনয়ন অবৈধ ঘোষণার দাবী করছি।
তিনি বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক পেশি শক্তি ব্যবহার করে ফলাফল তার পক্ষে নিতে নির্বাচনী তফসিল পরিবর্তন করেছেন। অ্যাড. শামছুল ইসলাম মন্টু কমিশনের তত্ত্বাবধানে ১৫১৫ জন কাউন্সিলরের কাঙ্খিত ফলাফল প্রকাশ ঘটবে না বিধায় এই কমিশন মানিনা। আপনারা জানেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার উপস্থিতিতে দলীয় কার্যালয়ের সামনে ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতাকর্মীদের উপর ৪ টি ককটেল নিক্ষেপ করে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌসের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের
সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী,সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাংবাদিক শাহাদাত হোসেন শান্ত, এমএ লতিফ, কাদের পলাশ, মিজান লিটন।এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, মির্জা জাকিরসহ স্থানিয় বিভিন্ন পত্রিকার সম্পাদক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বিএনপির নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা বিএনপি নেতা কাইয়ুম খান, মনির খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বয়ক ইউছুফ আলী, সদর থানা স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহ্বায়ক খোকন মিজি, যুবদল নেতা দেওয়ান মো. জুয়েল প্রমুখ।