প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ২০:৫৭
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে
নীলকমল ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হাইমচর উপজেলার ৪নং নীল কমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সউদ আল নাছের।
|আরো খবর
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বুধবার বিকেলে ঈশানবালা বাজারে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রিপন সরদারের পরিচালনায় বক্তব্য রাখেন নীলকমল ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান সউদ আল নাছের।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল বেপারী, ইউপি সদস্য স্বপন মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আল আমিন হাওলাদার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন নীল কমল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মুর্শিদা বেগম, সাধারণ সম্পাদক পারভীন বেগম, আওয়ামী লীগ নেতা খোকন পেদা, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সামসুদ্দিন সরদার, ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য বিল্লাল মৈশাল, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি রতন সরদার, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কালা সরকার, সাধারণ সম্পাদক জাফর খান, যুবলীগ নেতা বিল্লাল দর্জি, জুয়েল পাইক, হাসান, জাহাঙ্গীর মৃধ্যা, ফারুক মাঝি, ছাত্রলীগ নেতা রিয়াদ আল নাছের, তারেক মাহমুদ, সজিব আহম্মেদ, হারিস সোহেলসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ‘যুগে যুগে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সৃষ্টি হয় না। দীপু মনি একবারই সৃষ্টি হয়। কেউ অন্যায়ভাবে যদি তার বিরুদ্ধে মিথ্যাচার করে তাহলে আমরা এর দাঁতভাঙ্গা জবাব দেব। মিথ্যাচারকারীরা জনসম্মুখে তাদের বক্তব্য ফিরিয়ে না নেওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। একটার পর একটা কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে ইউনিয়ন চেয়ারম্যান সউদ আল নাছেরের নেতৃত্বে গণআন্দোলন গড়ে তোলা হবে।