প্রকাশ : ২৮ মে ২০২৪, ০০:০০
যে ঘটনায় হৃদয়ে কেবল কষ্টের আঁচড় লাগে--

‘নামাজ শেষে বৃদ্ধ দেখেন তার অটোবাইকটি নেই!’--এটি চাঁদপুর কণ্ঠের একটি সংবাদ শিরোনাম। গতকাল প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে সংবাদটি। সংবাদটির চুম্বক শিরোনাম দেখে কোনো পাঠকের বুঝতে বাকি থাকে না সংবাদের গর্ভে কী থাকতে পারে। হৃদয়ে কেবল কষ্টের আঁচড় লাগা সংবাদটিতে কামরুজ্জামান টুটুল লিখেছেন, জামায়াতের সাথে মাগরিবের নামাজ পড়তে মসজিদে ঢুকেন বৃদ্ধ। মসজিদের বাইরে রাখেন নিজের ব্যাটারী চালিত অটোবাইকটি। নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে দেখেন অটোবাইকটি নেই। নেই তো নেই। মানে চুরি হয়ে গেছে নিজের সংসার চালানোর একমাত্র সম্বল অটোবাইকটি। সাথে সাথে কান্নায় ভেঙ্গে পড়েন ৬৫ বছর বয়সী মোঃ ফজলুল হক। ২৫ মে শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের টোরাগড় গ্রামের কাজী বাড়ির মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মোঃ ফজলুল হক উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের উম্মত আলী হাজী বাড়ির বাসিন্দা। স্থানীয়রা জানান, ফজলুল হক বয়স্ক মানুষ হওয়ায় অন্য কোনো কাজ করতে পারেন না। তাই ঋণ করে অটোবাইকটি কিনেছেন এবং এই অটোবাইক চালিয়ে স্ত্রী ও ছোট এক ছেলেকে নিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। কিন্তু অটোবাইকটি চুরি হয়ে যাওয়ার কারণে তিনি বিপাকে পড়েছেন। বড়কুল পশ্চিম ইউপি সদস্য আনিছুর রহমান বলেন, ফজলুল হক অসহায় মানুষ। তিনি অটোবাইকটি চালিয়ে সংসার চালাতেন। কিন্তু তার অটোবাইকটি চুরি হয়েছে জেনে খারাপ লাগছে। চুরির বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও মসজিদ সংলগ্ন কাজী বাড়ির বাসিন্দা হাজী মোঃ কবির হোসেন কাজী। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর মসজিদের সামনে একজন বয়স্ক লোকের কান্নাকাটি দেখে জানতে পারি, বৃদ্ধের অটোবাইকটি চুরি হয়ে গেছে। তিনি আরো বলেন, মসজিদে সিসিটিভি (ক্লোজ সার্কিট ক্যামেরা) আছে। যা আমরা মোবাইলে দেখি। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার ফলে এবং মোবাইলে কোনো কিছু স্পষ্ট দেখা না যাওয়ার কারণে চোরকে চেনা যায়নি। পরে মসজিদের মুসল্লিসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও অটোবাইকটি আর পাওয়া যায়নি।
ক'মাস আগে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে ঘটেছে অনুরূপ ঘটনা। মাগরিবের নামাজ পড়তে গিয়ে নিজের অটোবাইক হারিয়েছেন এক মুসল্লি। মসজিদে নামাজরত মুসল্লির জুতা চুরি করতে গিয়ে চোর যেমন নির্মমতা প্রদর্শন করে, তারচে' অনেক বেশি নির্মমতা প্রদর্শন করে চোর নামাজরত মুসল্লির লক্ষাধিক টাকা মূল্যের অটোবাইক চুরি করতে গিয়ে। এমন ঘটনায় ক্ষতিগ্রস্ত মুসল্লিকে সান্ত¡না দেয়া ছাড়া আর কীই বা করার থাকে। যে মহান আল্লাহর ঘর মসজিদে সিজদা করতে গিয়ে একজন মুসল্লি এতোটা ক্ষতিগ্রস্ত হয়, সেই আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ : তুমি অটোবাইক হারানো তোমার বৃদ্ধ বান্দাহকে কুদরতি সহযোগিতায় ক্ষতি পোষাবার তৌফিক দান করো। সেই সাথে নিকট প্রতিবেশী, সংবেদনশীল প্রতিটি মানুষ, বিশেষ করে তার এলাকার ইউনিয়ন পরিষদ ও হাজীগঞ্জ পৌরসভাকে বৃদ্ধের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবার অনুরোধ জানাচ্ছি।