শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ পৌর এলাকায় নিরাপত্তাহীনতা?

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জ পৌর এলাকায় নিরাপত্তাহীনতা?

গতকাল চাঁদপুর কণ্ঠে ‘ফরিদগঞ্জে গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদে লিখা হয়েছে, ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামের মিজি বাড়ির আব্দুল মালেক মিজির বসতঘরে বুধবার (২০ মার্চ) গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। ডাকাতদল বসতঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে আব্দুল মালেকের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় তার সন্তানদের হত্যার হুমকি দেয় তারা। পরে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী গৃহবধূ ফাতেমা বেগম জানান, তার স্বামী প্রাইভেট চাকরির সুবাদে ঢাকায় থাকেন। রাত ২টার দিকে হঠাৎ ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে তিনি চিৎকার দেয়ার সময় ডাকাতরা প্রথমে তার গলা চেপে ধরে। পরে গলাতে ধারালো অস্ত্র ধরে সন্তানদের মেরে ফেলার হুমকি দিয়ে স্টিলের আলমিরার চাবি নেয় তারা। ডাকাতরা তার ঘরের সকল আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।

মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যানের ওপর মতলব পৌর এলাকায় দিবালোকে হামলার ঘটনার রেশ মন থেকে মুছে যেতে না যেতেই ফরিদগঞ্জ পৌর এলাকায় দুর্র্ধষ ডাকাতির ঘটনাটি অবশ্যই উদ্বেগজনক। পর্যবেক্ষক মহলের উদ্বেগ এমনটা ভেবে যে, যদি পৌর এলাকা বা শহরগুলোতে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটানোর সাহস দেখায়, তাহলে নিভৃত পল্লীসহ পুরো গ্রামীণ জনপদে তারা কতোটা বেপরোয়া হতে পারে। চাঁদপুর জেলার উপজেলা সদরস্থ সাতটি পৌর এলাকার মধ্যে ফরিদগঞ্জ পৌর এলাকায় সাম্প্রতিক সময়ে চুরিসহ অন্যান্য অপরাধ কিছুটা বেশি হচ্ছে বলে আমাদের পর্যবেক্ষণে মনে হচ্ছে। এক সময় এখানে কমিউনিটি পুলিশিংয়ের নৈশকালীন টহল কার্যক্রম জোরদার থাকলেও বর্তমানে সেটা ততোটা নেই কিংবা মোটেও নেই। সেজন্যে এখানে চুরি-ডাকাতি বাড়লো কিনা সেটা অবশ্যই ভেবে দেখার বিষয়। এমতাবস্থায় পৌর ও পুলিশ প্রশাসনের সমন্বিত উদ্যোগে আইনশৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা আহ্বান করা দরকার। এটা সম্ভব না হলে থানা কর্তৃপক্ষের ওপেন হাউজ ডে করা উচিত। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল)-এর আশুদৃষ্টি কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়