রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০০:০০

এই অবহেলা কার্যত সাঁতারের প্রতিই-

এই অবহেলা কার্যত সাঁতারের প্রতিই-
অনলাইন ডেস্ক

‘অবহেলিত অরুণ নন্দী সুইমিং পুল’। এটি মঙ্গলবার চাঁদপুর কণ্ঠের শীর্ষ সংবাদের শিরোনাম। এই সংবাদে প্রতিবেদক চৌধুরী ইয়াসিন ইকরাম লিখেছেন, চাঁদপুর জেলাকে এক সময় ফুটবল ও সাঁতারের জন্যে দেশবাসীসহ বিশ্বের অনেক দেশই সহজে চিনতো। সাঁতারে চ্যানেল বিজয়ী আঃ মালেক, বিশ্বখ্যাত সাঁতারু অরুণ নন্দীসহ ঢাকা-চাঁদপুর দূরপাল্লার সাঁতারে অংশ নেয়া বাদশাহ, ছানাউল্লা ও রোকনের মতো কীর্তিমান সাঁতারুদের জন্ম চাঁদপুর শহরেই। এ জেলা শহর ছিলো সাঁতারের শহর, সেই শহরেই মৃত্যুর আগে বিশ্বখ্যাত সাঁতারু অরুণ নন্দীর প্রচেষ্টায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে নির্মিত হয় অরুণ নন্দী সুইমিং পুল। বর্তমানে জেলা ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সেই সুইমিং পুলের অবস্থা খুবই জরাজীর্ণ। ঠিকমতো পরিচর্যা না করার কারণে সুইমিং পুলে কোনো অনুশীলন বা কোনো প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে না। এ ব্যাপারে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন জেলাবাসী।

শুধু চাঁদপুর কণ্ঠ নয়, অরুণ নন্দী সুইমিং পুল নিয়ে ইদানীং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় একের পর এক সংবাদ প্রকাশিত হচ্ছে। এসব সংবাদে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলছেন, সহসাই সুইমিং পুলাটির সংস্কার কাজ শুরু হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এই সহসা বলতে তিনি কতোদিন বোঝাচ্ছেন, সেটা তার কৌশলী কথার ব্যবচ্ছেদ বা বিশ্লেষণ করলে বোদ্ধারাই কেবল বলতে পারবেন। আসলে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সুইমিং পুলটির এই করুণ অবস্থা এবং সাঁতারের প্রতি জেলা ক্রীড়া সংস্থার অনাগ্রহের কারণে সুইমিং পুলটির সঙ্কট উত্তরণে বিদ্যমান সম্ভাবনা সত্ত্বেও পরিকল্পনা গ্রহণে গড়িমসি। ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদানে নির্দিষ্ট প্রকল্পের আওতায় সুইমিং পুলটির অবকাঠামোগত সংস্কার বা আনুষঙ্গিক উন্নয়ন হয়তো ভালো ঠিকাদারের কল্যাণে একদিন হবে, কিন্তু বকেয়া বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল পরিশোধের জন্যে কি অনুদান আসবে? যদি অলৌকিকভাবে আসে তো ভালো কথা, না আসলে স্থানীয়ভাবে করতে হবে তার সংস্থান। কথা হলো, জেলা ক্রীড়া সংস্থার সভাগুলোতে কি সাঁতার বা সুইমিং পুল বিষয়ে আদৌ কোনো এজেন্ডা থাকে? মনে হয় না। যদি থাকতো, তাহলে সুইমিং পুলের তিন পাশে থাকা স্পেসগুলো ভাড়া দেয়ার ব্যবস্থা করে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ ও পানি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে সুইমিং পুলটিকে সচল করে সাঁতার প্রতিযোগিতা, সাঁতার শেখানো সহ নানা কাজে ব্যবহার করা যেতো। মূলত সুইমিং পুল শুধু নয়, চাঁদপুরে সাঁতারের গৌরবোজ্জ্বল অতীত ধরে রাখার জন্যে জেলা ক্রীড়া সংস্থার সদিচ্ছার সুস্পষ্ট অভাব রয়েছে। এই অভাব দূর করতে না পারলে কোটি কোটি টাকার সুইমিং পুলতো ধ্বংস হবেই, বর্তমানে খাদের কিনারে থাকা চাঁদপুরের সাঁতার ডুবে যাবে অতল গহ্বরে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়