সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ০০:০০

দ্রুত ব্যবস্থা নিন, নতুবা ক্ষতি বাড়বে আরো---
অনলাইন ডেস্ক

বিগত বেশ ক’টি বড়ো ধরনের বন্যার সময় দেখা গেছে, চাঁদপুর জেলার যে এলাকায় বন্যা দীর্ঘস্থায়ী হয়েছে অর্থাৎ বন্যার পানি দীর্ঘসময় ধরে নামেনি, সেটিই হচ্ছে হাজীগঞ্জের পূর্ব-উত্তরাঞ্চল। বৃষ্টি একটু বেশি হলেও এই এলাকায় জলাবদ্ধতাহেতু ফসলের কম-বেশি ক্ষয়ক্ষতি হয়। সাম্প্রতিক বৃষ্টিপাতে জেলার অন্যান্য এলাকায় তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও এই এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে গতকাল চাঁদপুর কণ্ঠে প্রকাশিত একটি সংবাদের মাধ্যমে। সংবাদটি পরিবেশন করেছেন আলমগীর কবির, যিনি নিজে ওই এলাকার বাসিন্দা। ‘হাজীগঞ্জের উত্তরাঞ্চলে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি’ শিরোনামের সংবাদটিতে আলমগীর কবির লিখেছেন, হাজীগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলে গত কয়েক দিনের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ৬/৭ ফুট নিচু এই এলাকা। সে কারণে বৃষ্টির পানি ফসলের জমিতে আটকিয়ে থাকায় ফসল নষ্ট হয়েছে। নষ্ট হওয়া ফসলের গ্রামগুলোর মধ্যে রয়েছে : ১নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও, মেনাপুর, মুকুন্দসার, নৈরাইন, পিপিয়া, রামরা, ১২নং দ্বাদশ গ্রাম ইউনিয়নের নাসিরকোট, চারিআনি, মালাপাড়া, ইছাপুরা, কাপাইকাপ, রবিদাস পাড়া, দেওদ্রোন, চরপাড়, কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর, বাজনাখাল, রাজাপুর, ফিরোজপুর, খিলপাড়া, বাকিলার লোধপাড়া। এসব গ্রাম ও আশেপাশের এলাকার বিলের ফসল নষ্ট হয়ে গেছে। ফসলের মধ্যে রয়েছে : পাট, মরিচ, ভুট্টা, বাদাম; শাক-সবজির মধ্যে করলা, বরবটি, দুন্দল, চিচিংগা, পুঁইশাক, টমেটো, ডাটা ইত্যাদি।

জনৈক কৃষক বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবছরও পাট, ভুট্টা, মরিচ সহ বিভিন্ন রকমের শাক-সবজি চাষ করি এবং আশপাশের অনেকেই চাষ করেছে। গত কয়েক দিনের বৃষ্টি ও ঝড়ে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। তিনি আরো বলেন, বিলের পানি নামানোর জন্যে খাল থাকলেও প্রভাবশালীরা প্রায় সব খালে মাটি ফেলে ভরাট করে রাখায় বিলের পানি সরানো সম্ভব হয় না। রাজারগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কাশেম বলেন, রাজারগাঁও ইউনিয়নে রবি ও খরিফ ফসল মিলিয়ে প্রায় ২৮০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চাঁদপুর কণ্ঠের হাজীগঞ্জের উত্তরাঞ্চল প্রতিনিধি আলমগীর কবির বৃষ্টিতে কেনো সেখানে ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে তার কারণ সংবাদটিতে তুলে ধরার চেষ্টা করেছেন। একেতো নিচু এলাকা, উপর্যুপরি বিদ্যমান খালগুলোতে পানির স্বাভাবিক প্রবহমানতা বাধাগ্রস্ত হবার কারণে জলাবদ্ধতাহেতু ফসল নষ্ট হবার বিষয়টি তিনি স্পষ্ট করেছেন। শুধু হাজীগঞ্জের উত্তরাঞ্চল নয়, জেলার অন্যান্য স্থান সহ দেশের প্রায় সর্বত্র প্রভাবশালীরা খাল দখল করা যেন রেওয়াজ বা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের বিকল্প নেই। এ ক্ষেত্রে বিলম্ব করা মানেই ক্ষয়ক্ষতি বৃদ্ধির শামিল। আমরা আপাতত হাজীগঞ্জের উত্তরাঞ্চলের খালসমূহ দখলমুক্ত করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের ত্বরিত পদক্ষেপ কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়