সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০

ঐতিহ্য সংক্রান্ত এ আয়োজন অনুসরণযোগ্য
অনলাইন ডেস্ক

‘ঐতিহ্য’ শব্দটির উচ্চারণই শ্রুতিমধুর। আর আভিধানিক অর্থও সুন্দর। অর্থসমূহ হচ্ছে : প্রথা, আচারানুষ্ঠান (ইংরেজিতে ট্র্যাডিশন), পরম্পরাগত কথা বা মতবাদ, পুরুষানুক্রমিক ধারা, কিংবদন্তি (জনশ্রুতি বা মুখে মুখে প্রচলিত কথা) ও লোক প্রসিদ্ধি। প্রতিটি সমাজেই কম-বেশি ঐতিহ্য রয়েছে।

যে সমাজ এই ঐতিহ্য লালন করে, চর্চা করে, সে সমাজ এগিয়ে যায় স্বীয় আনুকূল্যে, স্বীয় বৈশিষ্ট্যে, যার অবয়বগত সৌন্দর্য থাকে আপনত্বের মহিমায় ভাস্বর। এ সত্য একটি সমাজের সবাই উপলব্ধি ও ধারণ করে না এবং সেমতে করণীয়ও নির্ধারণ করে না। এতে ওই সমাজটি কোনো না কোনোভাবে বিপন্ন হয় এবং স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলে। অস্বাভাবিক অবয়ব ও রূপে সমাজটির চিত্র সচেতন মহলে ছড়ায় উদ্বেগ। এটা টেকসই কল্যাণের ইঙ্গিতবহ হয় না। সেজন্যে বোদ্ধা পর্যবেক্ষক ও সুদূরপ্রসারী চিন্তা-চেতনার বাহকরা সমাজের নিজস্ব ঐতিহ্যের সমান্তরালে চলতে ঐতিহ্যের অনুসন্ধান করে এবং সেমতে করণীয় নির্ধারণ করে। বিদ্যমান ঐতিহ্য তুলে ধরে ঐতিহ্য অনুসরণ ও অনুসন্ধানের এমন একটি প্রয়াস আমরা লক্ষ্য করলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাম্প্রতিক এক উদ্যোগে।

চাঁদপুর কণ্ঠে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদের শিরোনাম হয়েছে এমন-- ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঐতিহ্য চর্চায় ঐতিহ্যের হাট’। এ সংবাদে লিখা হয়েছে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)তে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় এবং একই সাথে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে অনুপ্রেরণা জোগাতে ‘ঐতিহ্যের হাট, ব্র্যান্ডিং বাংলাদেশ’ শিরোনামে সম্প্রতি বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের গ্রীন ক্যাম্পাসে দিনব্যাপি এক বিশেষ হাটের আয়োজন করা হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই দেশের ৬৪টি জেলার নামে বিভিন্ন স্টলে দেশের বিভিন্ন প্রান্তের সকল ঐতিহ্যবাহী ও গ্রামীণ সংস্কৃতি, খাবার ও পণ্য উপস্থাপন করে। জমকালো এই আয়োজনের প্রধান আয়োজক ছিলো বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ বিভাগ। দিনের প্রথমভাগে আয়োজনের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। তিনি বলেন, এইটা একটা বিরাট ব্যাপার যে, আমরা এই প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি দেশীয় সংস্কৃতির চর্চায় উদ্বুদ্ধ করতে পেরেছি। আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করতে হবে, একই সাথে দেশের উন্নয়নে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ব্যবসা ও উদ্যোক্তা তৈরি করতে হবে। তিনি আরো বলেন, আমাদের ঐতিহ্য রক্ষায় এই ধরনের আয়োজন প্রতিটা বিশ্ববিদ্যালয়ের করা জরুরি। আমরা আমাদের শেকড় ভুলে কখনো উচ্চাসনে পৌঁছানো সম্ভব না। এই বিশাল আয়োজনকে সাধুবাদ জানানো এবং নিয়মিত অনুশীলন করাটা আমাদের কর্তব্য। ডিআইইউ-এর ইনোভেশন এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ বিভাগের আয়োজনে এই ‘ঐহিহ্যের হাট’ মেলায় বাংলাদেশের ৬৪ জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী সামগ্রী ৪৫টি স্টলের মাধ্যমে প্রদর্শনী করা হয়। প্রায় ৩৯০ জন শিক্ষার্থী একযোগে এই প্রদর্শনীর স্টলে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশের জানা-অজানা নানান ঐতিহ্যবাহী সামগ্রীর সাথে পরিচয় করানো এবং শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকেই উদ্যোক্তা হয়ে ওঠার হাতেখড়ির ব্যবস্থা করা হয় বলে জানান ইনোভেশন এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ কামরুজ্জামান।

বাংলাদেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উদ্যোক্তা তৈরির প্রয়াসে বিভিন্ন কর্মসূচি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেভাবে বাস্তবায়ন করে, সেটা অন্য বিশ্ববিদ্যালয়ে সেভাবে দেখা যায় না। অবশেষে এই ইউনিভার্সিটি ঐতিহ্যের অনুকূলে উদ্যোক্তা তৈরির মহৎ উদ্দেশ্যে ‘ঐতিহ্য চর্চায় ঐতিহ্যের হাট’ শিরোনামে যে আয়োজন করেছে, তাতে আয়োজকদের দেশপ্রেম/ দেশাত্মবোধ সর্বোপরি আন্তরিক ঐতিহ্যপ্রীতি প্রকাশ পেয়েছে। এটাকে শুধু প্রশংসনীয় বললেই পুরোপুরি বলা হয় না, বরং অনুসরণযোগ্য বললেই যথার্থ হয় বলে আমরা মনে করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়