সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে হলো, কচুয়াসহ অন্যান্য উপজেলায় কি হবে না?
অনলাইন ডেস্ক

হাজীগঞ্জে ভেক্যু দিয়ে মাটি কাটায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা--এটি চাঁদপুর কণ্ঠে মঙ্গলবার প্রকাশিত সংবাদ শিরোনাম। সংবাদটি পরিবেশন করেছেন চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল। তিনি লিখেছেন, হাজীগঞ্জে ভেক্যু দিয়ে কৃষি জমির মাটি কাটার দায়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের দক্ষিণ পাড়া মাঠে চেয়ারম্যানের বাড়িতে এই আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জরিমানাপ্রাপ্তরা হলেন--হাটিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ওই গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে জলিলুর রহমান মির্জা দুলাল, একই ইউনিয়নের গঙ্গানগর গ্রামের আমির হোসেনের ছেলে শাহাদাত হোসেন, শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামের হাসান আহম্মদের ছেলে রেজাউল করিম, একই উপজেলার রাঢ়া গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ মাইনুদ্দিন ও কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ শরীফ। জানা যায়, হাটিলা পূর্ব ইউনিয়নের দক্ষিণ কৃষি মাঠে সাবেক ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান দুলাল মির্জার বেড়িতে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কয়েকটি ভেক্যু দিয়ে অবাধে মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন সংবাদ পেয়ে রোববার দিবাগত রাতে ওই বেড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম। রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ভেক্যুর মালিকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে ম্যাাজিস্ট্রেট স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের জিম্মায় ভেক্যু মেশিনগুলো জমা দিয়ে আসেন। পরদিন সোমবার সকালে এক দফা ও বিকেলে দ্বিতীয় দফা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাবেক ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলালকে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে নগদ ১ লাখ টাকা, ভেক্যুর প্রতিনিধি মোঃ শরীফকে ৫০ হাজার টাকা, রেজাউল করিমকে ২ লাখ টাকা, মোঃ মাইনুদ্দিনকে ১ লাখ টাকা ও শাহাদাত হোসেনকে ৫০ হাজার টাকাসহ মোট ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং সেই অর্থ আদায় করা হয়। পরবর্তীতে উক্ত অংশসহ কোথাও থেকে মাটি না কাটার জন্যে জরিমানাপ্রাপ্ত সবাইকে সতর্ক করে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক, হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারসহ স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

গত ২০ ফেব্রুয়ারি চাঁদপুর কণ্ঠে ‘এমন তাণ্ডবে প্রয়োজন খা-ব দাহন’ শিরোনামে প্রকাশিত সম্পাদকীয় নিবন্ধে ভেক্যু ও ড্রেজার দিয়ে কচুয়া উপজেলায় মাটি কেটে নির্বিঘ্নে ব্যবসাসহ নির্বিচার ভূমিদস্যুতার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এমন সাঁড়াশি অভিযান চালানোর কথা লিখা হয়, যে অভিযানে সংশ্লিষ্টদেরকে জরিমানাই শুধু করা না হয়, তাদের ব্যবহৃত ভেক্যু-ড্রেজার পুরোপুরি ধ্বংস ও বিকলের জন্যেও আমরা অনুরোধ জানিয়েছিলাম।

আমাদের সে অনুরোধের সমান্তরালে হাজীগঞ্জে ভেক্যু দিয়ে মাটি কাটার বিরুদ্ধে ২৪ ঘণ্টারও কম সময়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম তিন দফা যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেন, সেটা নজিরবিহীন। এতে হাজীগঞ্জ উপজেলার যে কোনো স্থানে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করার হোতারা শায়েস্তা হবার আতঙ্কে অবশ্যই ভুগবেন। কথা হলো, কচুয়া ও ফরিদগঞ্জ সহ অন্যান্য উপজেলার মাটিখেকো/অবৈধ মাটি ব্যবসায়ীরা লাগাতার পার পেয়ে যাবে কোনো প্রকাশ্য/অপ্রকাশ্য সমঝোতার (!) কারণে? আমরা এ ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি ও ত্বরিৎ হস্তক্ষেপ বা পদক্ষেপ আশু প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়