রবিবার, ১১ মে, ২০২৫  |   ৩৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ০০:০০

এমন সিদ্ধান্ত বহুল প্রত্যাশিত
অনলাইন ডেস্ক

পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হলে আগের মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে না এবং প্রত্যাশানুযায়ী কাজ হয় না বলে সাধারণ্যে বিরূপ মন্তব্য শোনা যায়। কিন্তু এ মন্তব্য যে পুরোপুরি সঠিক নয়, সেটি প্রমাণ করলো ফরিদগঞ্জ উপজেলা পরিষদ। বৃহস্পতিবার চাঁদপুর কণ্ঠে শীর্ষ সংবাদ হয় ‘অনুমতি ব্যতিরেকেই ফরিদগঞ্জে ইটভাটা ॥ ধূলিময় সড়কে অস্বস্তি শিক্ষার্থীদের’। ওইদিনই ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়, যাতে ফরিদগঞ্জে ট্রাক্টর ও অবৈধ ইটভাটা বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অত্যন্ত আশা জাগানিয়া এ সংবাদে লিখা হয়েছে, হালচাষে ব্যবহৃত ট্রাক্টর সড়কে চলাচল এবং অবৈধ ইটভাটা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ। বৃহস্পতিবার ১২ জানুয়ারি উপজেলা পরিষদের মাসিক সভায় এই সিদ্ধান্ত হয়। এছাড়া অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ইউএনও তাসলিমুন নেসার সঞ্চালনায় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে সভায় পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, অফিসার ইনচার্জ আঃ মান্নানসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ পাঠান ও ইউপি চেয়ারম্যান এইচএম হারুনুর রশীদ পাঠান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিদগঞ্জে সড়ক রক্ষা ও সড়ক দুর্ঘটনা রোধে ইতিপূর্বে ট্রাক্টর বন্ধ থাকলেও বতর্মানে ট্রাক্টর চলছে দেদার। অনুমোদনহীন এই যানের কারণে সড়কের ক্ষতি ছাড়াও দুর্ঘটনা ঘটার আশঙ্কা বেড়েছে। এমতাবস্থায় উপজেলা পরিষদের মাসিক সভায় তা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া লোকালয়, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অনুমোদনহীন ইটভাটাগুলো যাতে দ্রুত বন্ধ করে দেয়া হয়, সেজন্য উপজেলা পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করে।

আমরা ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভায় এই উপজেলার সড়কসমূহে ট্রাক্টর চলাচল বন্ধ করা ও অবৈধ ইটভাটা বন্ধের সিদ্ধান্ত গ্রহণের জন্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান ও উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেসাকে সাধুবাদ ও ফরিদগঞ্জ উপজেলার ভুক্তভোগী সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। কেননা এমন সিদ্ধান্ত সত্যিই বহুল প্রত্যাশিত ছিলো। কারণ, ট্রাক্টর ও অবৈধ ইটভাটা নিয়ে ফরিদগঞ্জের গণমাধ্যমকর্মীবৃন্দ চাঁদপুর কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক লেখালেখি করেছেন। এ লেখালেখির আলোকে ট্রাক্টর ও অবৈধ ইটভাটা নিয়ে চাঁদপুর কণ্ঠে বহুবার সম্পাদকীয় নিবন্ধ প্রকাশিত হয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় আমরাও হতাশাগ্রস্ত ছিলাম। অবশেষে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে আমাদের হতাশা যেমন দূর করেছে, তেমনি ফরিদগঞ্জ উপজেলার বিরাট জনগোষ্ঠীর ভোগান্তি অবসানে আন্তরিকতা প্রদর্শন করেছে। এখন দেখার অপেক্ষা, সিদ্ধান্ত কি উপজেলা পরিষদের মাসিক সভার রেজুলেশনে নিতান্তই পড়ে থাকে, না বাস্তবতায় পর্যবসিত হয়। তবে আমরা আশাবাদী, এমন সিদ্ধান্ত শতভাগ কার্যকর হবে। আমাদের এমন আশাবাদের আশু প্রতিফলন ঘটুক-সে প্রত্যাশা জোরালোভাবেই করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়