বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০০

যথাসময়ে শীতবস্ত্র বিতরণ করা হোক
অনলাইন ডেস্ক

আমাদের দেশে সুবিধাবঞ্চিত, অসহায়, হতদরিদ্র যেটাই বলি না কেন, এসব শীতার্তের মাঝে প্রতি বছর যথাসময়ে কম্বল সহ শীতবস্ত্র বিতরণ করা হয় না। যেমন ধরুন, বর্তমানে শীতের তীব্রতা বা ব্যাপকতা চললেও শীতবস্ত্র বিতরণের ব্যাপকতা লক্ষ্য করা যাচ্ছে না। এ সময় ডাঃ দীপু মনি এমপি ছাড়া চাঁদপুরের অন্য কোনো এমপিসহ অন্যান্য জনপ্রতিনিধিকে শীতবস্ত্র বিতরণ করতে এখনও দেখা যায়নি। তিনি ৪ জানুয়ারি বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে ২ জানুয়ারি চাঁদপুর ল' কলেজ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের মতো প্রায় তিন বছর বয়সী একটি সংগঠন। অথচ তারচে' পুরানো অনেক সংগঠন এখনও শীতবস্ত্র বিতরণ করেনি, তবে বিতরণের উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে বলে জানা গেছে। তাদের উদ্যোগ বাস্তবায়ন করতে করতে শৈত্য প্রবাহজনিত তীব্র শীত হয়তো কমে যাবে।

বৃহস্পতিবার চাঁদপুর কণ্ঠে প্রকাশিত হয়েছে ফরিদগঞ্জে বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিক আলহাজ্ব এম এ হান্নানের শীতবস্ত্র বিতরণের খবর। তিনি পুরো উপজেলাজুড়ে ২৫ হাজার কম্বল ও সুয়েটার বিতরণের উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছেন প্রায় দু সপ্তাহ আগে থেকে। শৈত্য প্রবাহ শুরুর আগে ও চলাকালে তাঁর শীতবস্ত্র বিতরণের এমন উদ্যোগ যে সময়োচিত হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। নিশ্চয় তিনি নভেম্বরে পরিকল্পনা গ্রহণ করায় ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণের কাজটি সুন্দরভাবে শুরু করতে পেরেছেন।

ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে 'প্রজ্জ্বলন' নামের একটি নবীন সংগঠন ইতোমধ্যে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করেছে। চাঁদপুর কণ্ঠে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ফরিদগঞ্জে অসহায় ও দরিদ্র শিশুদের নিয়ে প্রতিষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন ‘প্রজ্জ্বলন’-এর আয়োজনে অসহায় শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৪ জানুয়ারি (বুধবার) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে সংগঠনের উপদেষ্টা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েলের সভাপ্রধানে ও সদস্য নাজির আহমেদের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম শেখ। তিনি বলেন, ফরিদগঞ্জে অনেক বিত্তবান ব্যক্তিবর্গ থাকলেও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার মানসিকতা সবার নেই। তাদের এমন মহৎ কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের বিষ্ণুদী মানব কল্যাণ সংগঠন শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে। বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, সমাজের সকল শ্রেণী-পেশার বিত্তবান মানুষ ও রাজনৈতিক নেতাদেরকে শীতার্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে হবে। একটি মানুষও যেন শীতে কষ্ট না পায় সেদিকে সবার নজর রাখতে হবে। আলোচনাশেষে এ সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অবশ্যই শীতের তীব্রতা চলাকালীন বিষ্ণুদী মানব কল্যাণ সংগঠনের শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগ সময়োচিত ও যথার্থ হয়েছে।

গেল সপ্তাহে মতলব উত্তরে বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ ইসফাক আহসানের পক্ষ থেকে হাজার হাজার কম্বল বিতরণ করা হয়েছে, যেটি সময়োচিত হওয়ায় নিন্দুকেরাও তাঁর প্রশংসা করেছে অবলীলায়।

২/১ দিন পর কিংবা কিছুদিনের মধ্যে সরকারি- বেসরকারি সংস্থার পক্ষ থেকে, ব্যক্তিগত বা সম্মিলিত উদ্যোগে কম্বলসহ শীতবস্ত্র বিতরণের হিড়িক লাগতে পারে, আবার নাও লাগতে পারে। তবে হিড়িক লাগলে অপরিকল্পিতভাবে, সমন্বয়হীনভাবে একই স্থানে অর্থাৎ সহজে গমনযোগ্য জায়গায় কম্বল/ শীতবস্ত্র বিতরণের প্রবণতা ও প্রচারসর্বস্ব কাজ করার মানসিকতা তথা প্রদর্শনেচ্ছার মহড়া যে পরিলক্ষিত হবে তাতে কোনো সন্দেহ নেই। কোনো সেবামূলক কাজ যথাসময়ে পরিকল্পনা নিয়ে না করলে যে উদ্দিষ্ট জনগোষ্ঠী পুরোপুরি তার আওতায় আসে না, সেটা প্রতি বছর শীতকালে কম্বল সহ শীতবস্ত্র বিতরণের হিড়িক চলাকালে অনুমান করতে কারো অসুবিধা হয় না। সেজন্যে পূর্বপরিকল্পিতভাবে যথাসময়ে কম্বলসহ শীতবস্ত্র বিতরণের সঠিকতার বিষয়টি উদ্যোক্তামাত্রেরই খেয়াল রাখা উচিত বলে আমরা মনে করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়