সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ০০:০০

সফল যখন মাতৃপীঠের শত বর্ষপূর্তি উৎসব
অনলাইন ডেস্ক

১৯২১ সালে প্রতিষ্ঠিত চাঁদপুর জেলার অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ, বিশেষ করে নারী শিক্ষা বিস্তারে অনন্য অবদানের দাবিদার মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি হয়েছে ২০২১ সালে। এজন্যে বিদ্যালয় কর্তৃপক্ষ যথাসময়ে একটি স্মরণিকা প্রকাশ করতে পারলেও সাধারণ্যে দৃশ্যমান কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি। বিদ্যালয় কর্তৃপক্ষের এই ব্যর্থতায় প্রাক্তন শিক্ষার্থী তৃপ্তি সাহাসহ অন্যরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। তারা একের পর এক সভা করে ২০২২ সালের শুরুতে একটি আহ্বায়ক কমিটি গঠন করে শত বর্ষপূর্তিতে একটি উৎসব করার প্রস্তুতি নিতে থাকেন। প্রথমে তৃপ্তি সাহাকে আহ্বায়ক ও মনিরা আক্তারকে সদস্য সচিব এবং পরবর্তীতে কিছু উপ-কমিটি করা হয়। আশাব্যঞ্জক অগ্রগতির এক পর্যায়ে তৃপ্তি সাহা ব্যক্তিগত কারণে অথবা অন্য কোনো কারণে আহ্বায়কের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলে উক্ত পদে চাঁদপুরের বহুল পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রখ্যাত কণ্ঠশিল্পী রূপালী চম্পককে অধিষ্ঠিত করা হয়। এমতাবস্থায় অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতির উদ্ভব হয় উৎসবটি আয়োজনের তারিখ ও স্থান নির্ধারণ নিয়ে।

প্রথমে মাতৃপীঠের শত বর্ষপূর্তি উৎসবের তারিখ নির্ধারণ করা হয় ৩১ ডিসেম্বর এবং স্থান নির্ধারণ করা হয় চাঁদপুর স্টেডিয়াম। বছরের শেষ দিন থার্টি ফার্স্ট নাইট এবং পরদিন বছরের প্রথম দিন বই উৎসব হওয়ার অনিবার্য বিষয় চলে আসায় তারিখ পুনঃনির্ধারণ করা হয় ২৫ ডিসেম্বর অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিনে। কিন্তু সেদিনটি প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির জন্যে সুবিধাজনক না হওয়ায় তাঁর উপস্থিতির অনিবার্যতাকে মেনে নিয়ে ২৩ ডিসেম্বরকে চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়। একই সাথে স্থানও পুনঃনির্ধারণ করা হয়। আর সে স্থানটি হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ।

বারবার তারিখ নড়চড় এবং স্থান পরিবর্তনের কারণে মাতৃপীঠের শত বর্ষপূর্তি উৎসব আয়োজন নিয়ে নিবন্ধনকৃত অংশগ্রহণকারীদের কেউ কেউ ঘোর আপত্তি তুললেও আহ্বায়ক ও সদস্য সচিব ধৈর্য, সহনশীলতা, বুদ্ধিমত্তা সহকারে সুকৌশলে উদ্ভূত পরিস্থিতি শুভাকাক্সক্ষীদের সহযোগিতায় মোকাবেলা করেন। যে কারণে বিদ্যালয় প্রতিষ্ঠার ১০১তম বছরে শত বর্ষপূর্তি উৎসব সুসম্পন্ন করাটা সম্ভব হয়েছে।

মাতৃপীঠের শত বর্ষপূর্তি উৎসবের উল্লেখযোগ্য দিক হচ্ছে, এ বিদ্যালয়ের ২০ বছরের সাবেক প্রধান শিক্ষক সখিনা খাতুনের উদ্বোধক হিসেবে উপস্থিত করাতে পারাটা। অশীতিপর এই শিক্ষাবিদ সুপ্রিয় ছাত্রীদের আহ্বানে সাড়া দিয়ে উৎসবে উপস্থিত হয়ে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিসহ অংশগ্রহণকারীদের উদ্দীপ্ত করেছেন, উজ্জীবিত করেছেন, সর্বোপরি উৎসবটিকে অলঙ্কৃত করেছেন বলে সাধারণ পর্যবেক্ষকসহ সুধীজনদের অভিমত। আমরা এমন একটি স্মরণীয় উৎসব আয়োজনের প্রেক্ষাপট তৈরিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথসহ অন্যান্য শিক্ষকের প্রয়াস এবং উৎসব সুসম্পন্ন করতে উৎসব কমিটিকে সর্বাত্মক সহযোগিতার জন্যে স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়