সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২, ০০:০০

এমন প্রতিবাদ যাতে থেমে না যায়
অনলাইন ডেস্ক

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা সব সময়ের জন্যেই ঝুঁকিপূর্ণ। তবে কোথাও কিংবা কখনও সেটা হয় কম/বেশি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যিনি বা যারা ঝুঁকি মোকাবেলা করে নিজ সমাজে টিকে থাকতে পারেন, তাদেরকে বীর বললে অত্যুক্তি হয় না। প্রতিবাদ করে আবার সবাই বীর হতে বা সাজতে পারেন না, যদি প্রতিবেশী ও সমাজসচেতনদের সক্রিয় সমর্থন ও সহযোগিতা না পান। প্রতিবাদকারীদের অনেকে প্রতিবেশী ও নিজ সমাজের আনুকূল্য পেলে কিংবা না পেলেও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। যেমনটি হয়েছেন চাঁদপুর সদর উপজেলাধীন ৫নং রামপুর ইউনিয়নের আনোয়ার আলম সোহেল। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি ও জেলা শাখার দপ্তর সম্পাদক।

আনোয়ার আলম সোহেলকে নিয়ে গতকাল চাঁদপুর কণ্ঠের শেষ পৃষ্ঠায় ‘মাদক ব্যবসায়ী কর্তৃক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যার হুমকি ॥ থানায় অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংবাদে লিখা হয়েছে, রামপুর ইউনিয়নের ছোট সুন্দর ও আলগী পাঁচগাঁও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘদিন যাবত ঐ এলাকায় দিব্যি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করেন আনোয়ার আলম সোহেল। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী সিন্ডিকেট তাকে হত্যার হুমকি দিয়ে তার বসতঘরে রাতের আঁধারে চুরি করে নগদ টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। তাৎক্ষণিক এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে অবহিত করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুর রশীদের নির্দেশে এএসআই তছলিম ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্সসহ গিয়ে ঘটনার সত্যতা পান। এ ব্যাপারে আনোয়ার আলম সোহেল গত ২১ ডিসেম্বর চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আনোয়ার আলম সোহেল তার প্রতিবাদী চরিত্র অর্জন করেছেন তার মায়ের কাছ থেকে। তার মা মরহুমা আনোয়ারা বেগম ছিলেন ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চার দফা নির্বাচিত সংরক্ষিত নারী সদস্য ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। সোহেল বহুবিধ সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার যথাক্রমে সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উপরোক্ত দায়িত্বগুলোও পালন করে চলছেন।

আনোয়ার আলম সোহেল বিএনপি, জামাত কিংবা ছোটখাট অন্য কোনো দলের সাথে জড়িত নন। তিনি শাসক দল আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। তিনি নিজ এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি হত্যার হুমকিসহ চুরির শিকার হয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হন, তাহলে নিরীহ সাধারণ প্রতিবাদী চরিত্রের মানুষের অবস্থা কোন্ পর্যায়ে সেটা ধারণা করতে কারো অসুবিধা হবার কথা নয়।

আমাদের সমাজে আনোয়ার আলম সোহেলের মতো অনেক প্রতিবাদী মানুষ অপরিণামদর্শী হয়ে জাগ্রত বিবেকের তাড়নায় মাদকসহ সমাজের অনেক অনিয়মের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিবাদ করে চলছেন। এতে ঝুঁকি, ক্ষতি, এমনকি হত্যারও শিকার হচ্ছেন। তারপরও থেমে নেই এমন প্রতিবাদ। এরা অসহায় হয়ে পুলিশের দ্বারস্থ হয়। কখনও পুলিশের সহযোগিতা ভালোভাবে পায়, আবার কখনও কাঙ্ক্ষিতভাবে পায় না। বস্তুত পুলিশের সহযোগিতা না পেলে অনেক প্রতিবাদকারী হতাশায় ভোগেন এবং থেমে যান। আমরা চাই, অনিয়মের বিরুদ্ধে প্রতিজন প্রতিবাদকারীর পাশেই পুলিশ সহযোগিতার হাত বাড়িয়ে দিক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় সাধন করে সহযোগিতা অব্যাহত রাখুক। অন্যথায় সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ক্রমশ থেমে যাবে, যেটি কোনোভাবেই প্রত্যাশা করতে পারি না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়