শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ০০:৫০

মতলব উত্তরের মেঘনায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরের মেঘনায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক
মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স

ইলিশের প্রধান প্রজনন মৌসুম নিরাপদ করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ-নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা চলাকালে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা টাস্কফোর্স। নদীতে উপজেলা টাস্কফোর্সের অভিযান টের পেয়ে জেলেরা দ্রুত পালিয়ে গেলেও এ সময় ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে প্রশাসন। যার আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা।

শনিবার (৯অক্টোবর) রাত ১০টা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত মেঘনা নদীতে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ও সহকারী কমিশনার(ভূমি) আফরোজা হাবিব শাপলা'র নেতৃত্বে এই অভিযান শুরু হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, নৌ পুলিশ এই অভিযানে সহায়তা করেন।

অভিযানে উদ্ধারকৃত জাল মোহনপুরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, ইলিশের প্রজনন নিরাপদ করতে গত ৩ অক্টোবর দিবাগত রাত থেকে ২২ দিনের জন্য নদ-নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মা ইলিশ বিচরনের মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা সুরক্ষায় প্রশাসন আন্তরিকতা সাথে কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়