প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৩
সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর সপ্তম সাহিত্য সভা অনুষ্ঠিত

সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর
|আরো খবর
একাডেমির মহাপরিচালক কাদের পলাশের সভাপতিত্বে আয়োজিত এ সভায় কবি-লেখকদের সরব উপস্থিতি ও প্রাণবন্ত আলোচনায় মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।
লেখক ও সাহিত্য সংগঠক ম. নূরে আলম পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন একাডেমির সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী।
সভাপতির বক্তব্যে মহাপরিচালক কাদের পলাশ বলেন, নবোদ্যমে সাহিত্যচর্চা-এর মাধ্যমে একাডেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবংধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তব্য ও আলোচনা করেন একাডেমির বিভিন্ন পরিচালক, লেখক, শিক্ষক, কবি ও সম্পাদকরা, যার ফলে বহুমাত্রিক সাহিত্য আলোচনা
সমৃদ্ধ হয়।
সপ্তম সাহিত্য আড্ডায় তিনটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। কাব্যগ্রন্থগুলো হলো “অন্য করিডরের ফুল”, “দাসত্বের অন্য নাম জীবন” এবং“অলকানন্দা শহরে”।
এছাড়াও একটি ছোটকাগজের মোড়ক উন্মোচন করা হয়, যা সাহিত্যপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।
সভায় লেখা পাঠ করেন একাধিক কবি ও লেখক, যা উপস্থিত শ্রোতাদের মধ্যে সাহিত্যিক আবেশ তৈরি করে।
অনুষ্ঠানে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে সর্বোচ্চ উপস্থিতির স্বীকৃতি হিসেবে পাঁচজন লেখককে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এছাড়া সভায় সেরা আড্ডারু পুরস্কার প্রদান করা হয়, যা সাহিত্যচর্চায় নিয়মিত অংশগ্রহণের উৎসাহ বৃদ্ধি করে।
অনুষ্ঠানের এক পর্যায়ে একাডেমির লাইব্রেরির জন্য ছোটকাগজ প্রদান করা হয়, যা গ্রন্থাগার সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিসিকে/এমজেডএইচ







