শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ২১:২৮

সাহিত্য একাডেমি চাঁদপুর-এর সপ্তম সাহিত্য সভা

পলাশ দে
সাহিত্য একাডেমি চাঁদপুর-এর সপ্তম সাহিত্য সভা

সাহিত্য একাডেমী চাঁদপুর-এর সপ্তম সাহিত্য সভা শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। একাডেমির মহাপরিচালক কাদের পলাশের সভাপ্রধানে সভাটি কবি-লেখকদের সরব উপস্থিতি ও আলোচনায় প্রাণবন্ত হয়ে উঠে।

লেখক ও সাহিত্য সংগঠক ম. নূরে আলম পাটওয়ারীর সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন একাডেমির সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী।

মহাপরিচালক কাদের পলাশ বলেন, নবোদ্যমে সাহিত্য একাডেমি, চাঁদপুর সাহিত্যচর্চায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আমি বিশ্বাস করি আগামীতে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এজন্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্য রাখেন ও আলোচনা করেন একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম, লেখক ও শিক্ষক খোদেজা মাহবুব, কবি ও সম্পাদক ইমরান শাকির ইমরু প্রমুখ।

সপ্তম সাহিত্য আড্ডায় তিনটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। কাব্যগ্রন্থগুলো হলো : কাদের পলাশের 'অন্য করিডরের ফুল', ম. নূরে আলম পাটওয়ারীর 'দাসত্বের অন্য নাম জীবন' ও সুমন কুমার দত্তের 'অলকানন্দা শহরে'। এছাড়া ইমরান শাকির ইমরু সম্পাদিত ছোটকাগজ 'নীলকমল'-এর মোড়ক উন্মোচন করা হয়।

সভায় লেখা পাঠ করেন কবি সুমন কুমার দত্ত, মোখলেছুর রহমান ভূঁইয়া, সাদ আল আমিন, রাজিব কুমার দাস, আরিফুল ইসলাম শান্ত, মোস্তফা সোহেল খান, পলাশ কুমার দে, কাজী রাসেল, মুহাম্মদ হানিফ, মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন তপাদার, ফয়সাল মৃধা, ইয়াছিন দেওয়ান, খায়রুল আলম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও সাংবাদিক আবদুল গনি, কবি কাজী সাইফ, নজরুল ইসলাম স্বপন প্রমুখ।

এছাড়া সভায় সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে সাহিত্য একাডেমিতে সর্বোচ্চ উপস্থিতির জন্যে ৫ জন লেখককে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উপহারপ্রাপ্তরা হলেন : মুহাম্মদ হানিফ, ইমরান শাকির ইমরু, আরিফুল ইসলাম শান্ত, কাজী রাসেল ও ম. নূরে আলম পাটওয়ারী। এছাড়া সপ্তম সাহিত্য সভায় সেরা আড্ডারু হিসেবে চাঁদপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে তিনজন লেখককে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন : খোদেজা মাহবুব, ফয়সাল মৃধা ও আরিফুল ইসলাম শান্ত। অনুষ্ঠানে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের পক্ষে একাডেমির লাইব্রেরির জন্যে ছোটকাগজ 'নীহারিকা' তুলে দেন লেখক ইয়াছিন দেওয়ান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়