প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৯:২২
ফরিদগঞ্জ প্রেসক্লাবে চাঁদপুর খবরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে চাঁদপুর খবর পত্রিকার ২০তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ দুই দশক ধরে সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে এ আয়োজনটি স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের মিলনমেলায় পরিণত হয়। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
|আরো খবর
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে দৈনিক চাঁদপুর খবর। দীর্ঘ ১৯ বছর অতিক্রম করে ২০ বছরে পদার্পণ করেছে পত্রিকাটি। আমি আশা করি পূর্বের ন্যায় দৈনিক চাঁদপুর খবর দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে গরিব ও খেটে খাওয়া মানুষের কথা তুলে ধরবে। কারণ, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলমের খোঁচা পড়লে দেশ ও জাতির উন্নতি হয়। অন্যান্য জেলা থেকে চাঁদপুরের পত্রিকাগুলো অনেক এগিয়ে আছে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্যে দৈনিক চাঁদপুর খবর পত্রিকাসহ সকল পত্রিকার সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা।
দৈনিক চাঁদপুর খবরের সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম ইকবাল হোসেন ও ফরিদগঞ্জ উপজেলা ব্যুরো চীফ মামুন হোসাইনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আব্দুস সোবহান লিটন, সিনিয়র সাংবাদিক মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ রবি দাস।
উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক রুহুল আমিন খান স্বপন, কার্যনির্বাহী সম্পাদক জাকির হোসেন সৈকত, শিমুল হাছান, সদস্য আমানউল্যাহ খান ফারাবী, সহযোগী সদস্য এফএ মানিক, শাখাওয়াত হোসেন মিন্টু, জসিম উদ্দিন, শামীম হাসানসহ ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।







