বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১৪:২৩

পদ্মাসেতুতে ট্র্যাজেডি: গতি ছিল প্রচণ্ড, শ্রীনগর ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার চালক আশিক।

আব্দুল মান্নান সিদ্দিকী
পদ্মাসেতুতে ট্র্যাজেডি: গতি ছিল প্রচণ্ড, শ্রীনগর ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার চালক আশিক।

মুন্সীগঞ্জের পদ্মাসেতুর মাওয়া প্রান্তে ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্সচালক আশিক কুমার বিশ্বাস (৩১)। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি ঢাকা মেট্রো ছ-৭১-৪৬০৩, বাগেরহাট থেকে রোগী নিয়ে ঢাকাগামী ছিল। পদ্মাসেতুর ঢালে পৌঁছালে এটি সামনে চলমান ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৭৬৯২)-এর পেছনে জোরে আঘাত হানে। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ভিতরে আটকে পড়েন।

আহত চালকের নাম আশিক কুমার বিশ্বাস। তাঁর বাড়ি বাগেরহাট সদরের মালোপাড়া রোড। পিতা মৃত গোবিন্দ কুমার মালো

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। ভেতরে আটকে থাকা আশিককে কেটে বের করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন

তিনি জানান, “অ্যাম্বুলেন্সটি প্রচণ্ড গতিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। আঘাতের ধাক্কায় চালক কেবিনে চেপে যান। আমরা পৌঁছে কেবিন কাটার মাধ্যমে তাঁকে উদ্ধার করি।”

দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ধীরগতিতে চললেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত গতিঅসাবধানতা এ দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে।

স্থানীয়দের দাবি, পদ্মাসেতুর মাওয়া প্রান্তে রাত ও ভোরে ট্রাক–অ্যাম্বুলেন্সের গতির প্রতিযোগিতা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়। সেখানে সতর্কতা সংকেতস্পিড মনিটরিং বাড়ানো জরুরি।

আশিকের পরিবার জানিয়েছে, ঢাকায় নেওয়ার পর তাঁর অবস্থা এখনও সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়