রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৮

নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে ইতালিতে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতা শাহ তৌহিদ কাদেরের সাক্ষাৎকার

ইতালি প্রতিনিধি
নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে ইতালিতে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতা শাহ তৌহিদ কাদেরের সাক্ষাৎকার

বৃস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের। এ সময় তিনি সরকারের উচ্চ পর্যায়ে প্রবাসীদের পক্ষ থেকে প্রথমবারের মতো 'বৃহত্তর নোয়াখালী বিভাগ গঠনের দাবি' আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ড. ইউনূসের প্রেস সচিব সফিকুল আলম এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। আলোচনায় শাহ তৌহিদ কাদের প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন প্রবাসীদের পাসপোর্ট নবায়ন ও সংশোধন সংক্রান্ত জটিলতা, দূতাবাসের সেবায় বিলম্ব ও ভিসা প্রক্রিয়ার জটিলতা এবং প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের প্রয়োজনীয়তা।

ড. ইউনূস, প্রেস সচিব সফিকুল আলম ও উপদেষ্টা ফরিদা আক্তার মনোযোগ সহকারে এসব বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

শাহ তৌহিদ কাদের বলেন, “বৃহত্তর নোয়াখালী বিভাগ গঠন শুধু প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ নয়, এটি এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের দীর্ঘদিনের দাবি পূরণের পথ খুলে দেবে।”

প্রবাসী মহলে এ সাক্ষাৎকে একটি ইতিহাস সৃষ্টি করা মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে, যেখানে প্রবাস থেকে একজন নেতা দেশের প্রশাসনিক পুনর্গঠন ও নাগরিক সেবার উন্নয়ন ইস্যু সরাসরি সরকারের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরলেন।

সাক্ষাৎ শেষে তৌহিদ কাদের আশা প্রকাশ করেন, ড. ইউনূসের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল হয়ে উঠবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়