শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২০:১৫

ফরিদগঞ্জ সাহিত্য সংসদের অভিষেক

ফরিদগঞ্জে সাহিত্যচর্চার নব অধ্যায়ের সূচনা

শামীম হাসান
ফরিদগঞ্জে সাহিত্যচর্চার নব অধ্যায়ের সূচনা
ফরিদগঞ্জ সাহিত্য সংসদের অভিষেক অনুষ্ঠানে কেক কাটছেন অতিথিরা

ফরিদগঞ্জ সাহিত্য সংসদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ আগস্ট ২০২৫) সন্ধ্যায় পৌর ভবনের বিপরীতে আনোয়ার ভিলা মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুণী সাংস্কৃতিক সংগঠক হিতেশ চন্দ্র শর্মা। সঞ্চালনা করেন উদযাপন কমিটির আহ্বায়ক ইয়াছিন দেওয়ান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক এসএ পলাশ, চাঁদপুর সাহিত্য মঞ্চের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ, কবি ও লেখক দেওয়ান মাসুদুর রহমান এবং দৈনিক কালবেলা পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুল কাদের।

অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজ শিক্ষক মোছাওয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সংগঠনের আহ্বায়ক শামীম হাসানের সঞ্চালনায় কেক কাটা, সংগঠনের ম্যাগাজিন ও লোগো উন্মোচন করা হয় অতিথিদের হাতে।

অনুষ্ঠানের প্রথম পর্বে আয়োজিত সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠ করেন মুহাম্মদ হানিফ, ইয়াছিন দেওয়ান, তানজিল হৃদয়, সাহেদ বিন তাহের, সৌরভ সালেকিন ও মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামরুল হাসান, সীমান্ত পাল, মাজেদা আক্তার, তানজিনা আক্তার, তুহিন চৌধুরী, রবিউল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়