প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৩
শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনি
আড়িয়াল বিলে গুম হওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়ার পর
|আরো খবর
গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নৌকা চোর সন্দেহে দুই সন্তানের জনক রোমান (৩২) কে কানাইনগর এলাকার লোকজন রাস্তার পাশে একটি গাছের সাথে হাত বেঁধে ঝুলিয়ে রেখে নির্মমভাবে প্রহার করছে।
এ ঘটনায় ভুক্তভোগীর শাশুড়ি আসমা বেগম ছয়জনকে আসামি করে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আসামিরা হলেন—
১. মিজানুর ও ২. আতিক (পিতা ইব্রাহীম), ৩. ইমরান (২৩), পিতা ইউসুফ, ৪. দিলা ও ৫. ইউনুছ (পিতা আলিমউদ্দীন শেখ), ৬. বিল্লাল (৬০), পিতা সাহেব সর্ব, সাং আরধীপাড়া কানাইনগর, শ্রীনগর, মুন্সীগঞ্জ।অভিযোগে উল্লেখ করা হয়, দেড় মাস আগে একটি কোষা নৌকা চুরি হয়। ওই ঘটনায় রোমান জড়িত—এই অভিযোগ তুলে
বিবাদীরা তাকে অভিযুক্ত করতে থাকে। গতকাল বেলা ৩টার দিকে কানাইনগর বালুর মাঠের সামনে রোমানকে চুরির অপবাদ দিয়ে এলোপাথারি মারধর করে। বাদীর ডাকচিৎকারে এলাকাবাসী জড়ো হলে বিবাদী বিল্লালের টলারে করে আহত অবস্থায় রোমানকে
দ্রুত আড়িয়াল বিলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
শ্রীনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন বলেন, “আমি ঘটনাটি জানি না এবং কেউ আমাকে জানায়নি।”
এ বিষয়ে শ্রীনগর থানার এসআই আলমগীর বলেন, “অভিযোগের আলোকে তদন্ত চলছে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ডিসিকে/এমজেডএইচ