বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০

হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের কমিটির কার্যক্রম শুরু

সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার

পাপ্পু মাহমুদ
সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার
হাজীগঞ্জ প্রেসক্লাবের নূতন সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

হাজীগঞ্জ উপজেলার কলম সৈনিকদের ঐতিহ্যবাহী সংগঠন হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের দায়িত্ব শুরু হচ্ছে আজ ১ সেপ্টেম্বর সোমবার থেকে।

এই মেয়াদে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করবেন দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন দৈনিক আজকের দেশকণ্ঠের সম্পাদক এনায়েত মজুমদার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক চাঁদপুরের হাজীগঞ্জ প্রতিনিধি মো. মনজুর আলম।

২০২৪ সালের ২৪ আগস্ট হাজীগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্রের আলোকে নির্বাহী কমিটি (সমন্বয় কমিটি)-এর আহ্বায়ক জহিরুল ইসলাম লিটন, সদস্য সচিব অধ্যাপক এস. এম. চিশতী, সদস্য গাজী সালাউদ্দিন, কাজী হারুন অর রশীদ ও মুন্সী মোহাম্মদ মনিরের স্বাক্ষরিত পত্রে ৩টি কমিটি অনুমোদন দেয়া হয়। এতে প্রথম কমিটির (২০২৪-২০২৫ সালের কার্যকরী পরিষদ) সভাপতি হাছান মাহমুদ ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের মেয়াদ ৩১ আগস্ট ২০২৫ শেষ হয়। আজ ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে দ্বিতীয় কমিটির (২০২৫-২৬ সালের কার্যকরী পরিষদের) কার্যক্রম শুরু হলো।

২০২৫-২৬ সেশনের কার্যকরী কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন : সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, মেহেদী হাসান সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, গাজী মো. নাছির উদ্দীন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, দপ্তর সম্পাদক মো. আলমগীর কবির, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, কার্যকরী সদস্য মো. আরিফ ইমাম মিন্টু, মো. হাছান মাহমুদ, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, মো. সাখাওয়াত হোসেন, কাউছার আহম্মদ রিপন, কবির আহমেদ, খন্দকার আরিফ, শাখাওয়াত হোসেন শামীম প্রমুখ।

২০২৫-২৬ সেশনের সভাপতি খালেকুজ্জামান শামীম বলেন, আমি হাজীগঞ্জ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ, প্রশাসনের সকল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করছি।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়