রবিবার, ১৩ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ২১:২৫

সাহিত্য একাডেমির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান

কবি এবং লেখকরা ঘুনে ধরা সমাজকে সঠিক পথ দেখাতে পারে ..............মোহাম্মদ মোহসীন উদ্দিন

স্টাফ রিপোর্টার
কবি এবং লেখকরা ঘুনে ধরা সমাজকে সঠিক পথ দেখাতে পারে ..............মোহাম্মদ মোহসীন উদ্দিন

জমকালো আয়োজনে তিনদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (১২ জুলাই ২০২৫) বিকেলে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তিনদিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিকেল সাড়ে চারটায় চাঁদপুর সাহিত্য একাডেমি প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, কবি এবং লেখকরা এই ঘুনে ধরা সমাজকে সঠিক পথ দেখাতে পারে। সমাজকে বদলে দিতে হলে লেখতে হবে, পড়তে হবে। অন্ধ সমাজকে পথ দেখাতে হলে পড়ার কোনো বিকল্প নেই। যার কারণে আজকের এই আলোচনা সভা সমাজের জন্যে গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, স্বরচিত কবিতা পাঠ নতুনদের অনুপ্রেরণা যোগায়। আজকে এই সাহিত্য একাডেমির আলোচনার মোড়কে সাহিত্যকে নবীন লেখকদের মাঝে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকের এই অন্ধ সমাজ কোথায় চলে যাচ্ছে? লেখকরা যদি না লেখে তাহলে অন্ধ সমাজকে পথ দেখাবে কে? তাই লেখকদের কলম বন্ধ করা যাবে না।

সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক রুহুল আমিন হাওলাদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সদস্য (চাঁদপুর কণ্ঠ সম্পাদক) অ্যাডভোকেট ইকবাল- বিন-বাশার ও কার্যনির্বাহী সদস্য (চাঁদপুর কণ্ঠের নির্বাহী সম্পাদক) মির্জা জাকির।

এর আগে নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা এবং স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। কবিতা পাঠ কমিটির সদস্য সচিব কবি জাহিদ নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন সৌরভ সালেকীন, কবির হোসেন মিজি, কাজী রাসেল, তোফাজ্জল হোসেন, ম. নূরে আলম পাটওয়ারী, রাজিব কুমার দাস, সুমন কুমার দত্ত, নুরুন্নাহার মুন্নী, দন্ত্যন ইসলাম, খোকন মজুমদার, কাজী আদনান ও সাকিব খান।

পরে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি। এ পর্বে সঞ্চালনা করেন সাহিত্য একাডেমির পরিচালক আশিক বিন রহিম।

প্রসঙ্গত, সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১০ জুলাই) আক্কাস আলী রেলওয়ে একাডেমী প্রাঙ্গণে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ঐদিন চাঁদপুর ও ফরিদগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

দ্বিতীয় দিনে শুক্রবার (১১ জুলাই) সাহিত্য একাডেমি মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা ও বাবুরহাট অগ্নিবীণা পাঠাগারে বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়