প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৯:৩৯
কচুয়ায় বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ বাস্তবায়নের দাবিতে কচুয়া উপজেলায় লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শনিবার (১২ জুলাই ২০২৫) বিকেলে কচুয়ার সাচার বাজারে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুন নাহার বেবীর পক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণমিছিল ও ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও কচুয়া (উত্তর) অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজীর পরিচালনায় এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, সহ-সভাপতি আজিজুল ইসলাম মাস্টার, সাবেক সভাপতি মিয়া মো. শরীফ উদ্দিন আহমেদ ও উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সিনিয়র সহ-সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কুসহ আরো অনেকে।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যেই বিএনপির এই ৩১ দফা। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে এই রূপরেখা সম্পর্কে অবহিত করছি।
গণমিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।