বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০১:১৫

সাহিত্য একাডেমি চাঁদপুর-এর তিনদিনব্যাপী কর্মসূচি

আজ ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষ উপহার

স্টাফ রিপোর্টার।।
আজ ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষ উপহার

সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ ও বিতরণ, বই পাঠ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং দেয়ালিকা প্রকাশ। এছাড়া রয়েছে শোভাযাত্রা, স্বরচিত কবিতাপাঠ, স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচনসহ আলোচনা সভা। তারই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হবে। সকাল ৯টায় চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া এই ক্যাম্পের উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন, চাঁদপুর সাহিত্য একাডেমির সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী, মহাপরিচালক কাদের পলাশ, পরিচালক (গবেষণা)

মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করবেন মেডিকেল ক্যাম্প উপ-কমিটির আহ্বায়ক শাহজাহান সিদ্দিকী ও সদস্য সচিব উজ্জ্বল হোসাইন।

অন্যদিকে একইদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বৃক্ষ উপহার কর্মসূচি পালন করা হবে। সকাল ১০টায় ফরিদগঞ্জের আম্বিয়া ইউনুস পাঠাগার প্রাঙ্গণে বৃক্ষ উপহার কর্মসূচির উদ্বোধন করবেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। বিকেল পাঁচটায় সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে বৃক্ষ উপহার কর্মসূচির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এ পর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাহিত্য সংগঠন ও সামাজিক সংগঠনকে বৃক্ষ চারা উপহার দেয়া হবে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করবেন বৃক্ষরোপণ ও উপহার প্রদান উপ-কমিটির আহ্বায়ক শেখ মহিউদ্দিন রাসেল এবং সদস্য সচিব নূরুল ইসলাম ফরহাদ।

এ সকল অনুষ্ঠানে সাহিত্য একাডেমির বিভিন্ন পর্যায়ের কবি ও সাহিত্যিকগণ উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়