প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ২২:৩১
বাংলাদেশ সভাপতি গিয়াসউদ্দিন কবির : সম্পাদক হাসেম খান
প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর জেলা কাউন্সিল

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। অধিবেশন শেষে কাউন্সিলরদের ভোটে মো. গিয়াস কবির সভাপতি এবং সাধারণ সম্পাদক মো. হাসেম খান নির্বাচিত হয়েছেন।
১২ জুলাই ২০২৫ (শনিবার) চাঁদপুর শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলা কমিটির সভাপতি
মোস্তফা কামাল বাবুল। অধিবেশনে জেলার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি মো. গিয়াস উদ্দিন কবির ফরিদগঞ্জ উপজেলার পোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি দীর্ঘদিন জেলা এবং উপজেলা পর্যায়ে শিক্ষকদের নেতৃত্ব দিয়ে আসছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সদা হাস্যোজ্জ্বল এই নেতা জেলা-উপজেলার গণ্ডি পেরিয়ে সারাদেশে বেশ পরিচিত মুখ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. হাসেম খান চাঁদপুর সদর উপজেলার হিন্দুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এর আগে তিনি চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, অল্প সময়ের মধ্যে আমরা পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে শিক্ষকদের কল্যাণে কাজ করবো।