প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬
শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মেহেদী হাসান (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের সূচিপাড়া-চাঁদপুর গ্রামের কাজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত মেহেদী হাসান সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের মিজানুর রহমান ওরফে মনার ছেলে।
স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী বাড়ির সুলতান আহমদের ছেলে মিজানুর রহমান গাছ কাটার সময় বিদ্যুতের তারে গাছটি পড়ে বিকট শব্দ হয়। শব্দ শুনে মেহেদী তার দুই বন্ধু নেহান ও রবিনকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে অসতর্ক অবস্থায় মেহেদীর পা বিদ্যুতের তারে জড়িয়ে যায়, ফলে ঘটনাস্থলেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তাকে উদ্ধার করে দুপুর ১টা ২০ মিনিটে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার পিপিএম (বার) জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি।
স্থানীয়দের মতে, বিদ্যুতের তারের এমন বিপজ্জনক অবস্থান এবং গাছ কাটার সময় কোনো পূর্বসতর্কতা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।