প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ২০:৫৪
অনার্সপড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যা
চাঁদপুর সরকারি কলেজের অনার্সপড়ুয়া শিক্ষার্থী সামিয়া তাবাসসুম ছোঁয়া (২৩) আত্মহত্যা করেছে।
|আরো খবর
চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকার বাসিন্দা শিক্ষক দম্পতি মোঃ শাহাবুদ্দিন ও সামছুন নাহার বেগমের একমাত্র কন্যা চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগে অনার্সপড়ুয়া সামিয়া তাবাসসুম ছোঁয়া নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে ১৮ নভেম্বর সোমবার দুপুরের যে কোনো সময়।
জানা যায়, ছোঁয়ার পিতা চাঁদপুর শহরের পুরাণবাজার ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী ও মাতা সামছুন নাহার বেগম হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। এই শিক্ষক দম্পতি দীর্ঘ কয়েক বছর পূর্বে গুয়াখোলা এলাকায় ‘কর্নার স্বপ্ন নীড়’ নামক বাসার ফ্ল্যাট কিনে দ্বিতীয় তলায় বসবাস করে আসছেন। এ দম্পতি এক কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। নিহত সামিয়া তাবাসসুম ছোঁয়া (২৩) চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। সে ৪র্থ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যার দিন সে মোবাইলে তার পরীক্ষার ফলাফল দেখে সন্তোষজনক না হওয়ায় একা ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের পাটোয়ারী বাড়ি।
বিকেলে ছোঁয়ার পিতা শাহাবুদ্দিন পাটোয়ারী বিদ্যালয় থেকে বাসায় ফিরে দরজা বন্ধ দেখতে পেয়ে অনেক ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে বারান্দার গ্রিল খুলে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান তাদের মেয়ে সামিয়া তাবাসসুম ছোঁয়া সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। এ ঘটনা দেখে চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানালে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া ও উপ-পরিদর্শক মুকবুল হোসেন গুয়াখোলা রোডের ‘কর্নার স্বপ্ন নীড়’ নামক বাসার দ্বিতীয়তলা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে মডেল থানা পুলিশ জানায়, যথাযথ আইনী প্রক্রিয়া শেষে অর্থাৎ ময়না তদন্তের পর লাশ নিয়ম অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, লাশ পাওয়ার পর তাকে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর পাটোয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে শিক্ষক দম্পতির কন্যা ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতা শাহাবুদ্দিন পাটোয়ারীর কন্যার মৃত্যুর সংবাদ শুনে সাথে সাথে শহর ও শহরতলীর এবং বিভিন্ন উপজেলা থেকে শত শত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা বাসায় ও থানায় উপস্থিত হন। এ সময় তারা নিহতের স্বজনদের সান্ত্বনা দেন।