বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ২১:৩৮

গ্রেফতার এড়াতে পানিতে ঝাঁপ : শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

মোঃ মঈনুল ইসলাম কাজল
গ্রেফতার এড়াতে পানিতে ঝাঁপ : শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

শাহরাস্তিতে গ্রেফতার এড়াতে দিঘিতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে এক সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় শাহরাস্তি মাজার দিঘিতে জাল ফেলে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বিকেলে পৌরসভার ৬ নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র ছফিউল্লাহ প্রকাশ ছবু(৫৫)-এর বিরুদ্ধে একটি মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা থাকায় শাহরাস্তি থানার এএসআই সাদ্দাম হোসেন সংগীয় ফোর্সসহ তাকে গ্রেফতারে অভিযান চালায়। ওই সময় গ্রেফতার এড়াতে সে শাহরাস্তি মাজারের দিঘিতে ঝাঁপ দেয়। সাথে সাথে পুলিশ তাকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিলেও সে পানির গভীরে তলিয়ে যায়। এক পর্যায়ে এলাকার লোকজন দিঘিতে জাল ফেলে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আঃ কুদ্দুস রানা জানান, তারা বিকেলে স্থানীয় একটি বিষয় নিয়ে এলাকার লোকজনের সাথে নিহত ছফিউল্লাহসহ একটি বৈঠকে বসেন। ছফিউল্লাহ বৈঠক থেকে বের হলে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালায়। ওইসময় সে দিঘিতে ঝাঁপ দিলে পানির নিচে তলিয়ে যায়। পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এলাকাবাসী নৌকা ও জাল ফেলে ছফিউল্যাহকে উদ্ধারে চেষ্টা চালায়। এক পর্যায়ে মাছ ধরার জাল দিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার জানান, স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়