শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ২২:৫০

শিশু জেলেদের হাত থেকে রক্ষা করতে হবে মা ইলিশ

মো. শাহজাহান সিদ্দিকী
শিশু জেলেদের হাত থেকে  রক্ষা করতে হবে মা ইলিশ

নিরাপদ ও নির্বিঘ্নে মা ইলিশ যাতে নদীতে ডিম ছাড়তে পারে, সেজন্যে সরকার ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত নদী গুলোকে অভয়াশ্রম হিসাবে ঘোষণা করেছে। এ সময় নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা করা হয়। কোনো অসাধু জেলে এ সময় যাতে মা ইলিশ ধরতে না পারে চাঁদপুর জেলা টাস্ক ফোর্স নদীগুলোকে কঠোর নজরদারিতে রেখেছে। নজরদারির কারণে প্রথম কয়েক দিন এর সুফলও লক্ষ করা গেছে। সম্প্রতি কিছু অসাধু ও লোভী জেলে তাদের ১২-১৬ বয়সী ছেলেদেরকে মা ইলিশ ধরার মিশনে নদীতে নামিয়েছে। একটি সূত্র জানায়, আজ ১৬ অক্টোবর নৌ পুলিশের একটি টহল টীম পদ্মা-মেঘনা নদী থেকে ১৫/ ২০ জন শিশু জেলে আটক করে। পরে মুচলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। জেলে নেতৃবৃন্দ জানান, এই শিশু জেলেদের বয়স কম হওয়ায় শাস্তির আওতায় আনা যাচ্ছে না। তাই অসাধু জেলেরা তাদের কম বয়সী ছেলেদেরকে মা ইলিশ শিকারে উৎসাহ যোগাচ্ছে। অভিজ্ঞ মহল বলছে, শিশু জেলেদেরকে আটক করে তাদের মুক্তির বিনিময়ে তাদের অভিভাবকদের আটক করে শাস্তির আওতায় আনা গেলে শিশু জেলেরা মা ইলিশ ধরতে নদীতে নামার সাহস পাবে না। বুধবার নৌ টহল পুলিশ হাইমচর ঘাট এলাকায় কিছু জাল আটক করে বড়ো স্টেশন মোলহেডের দক্ষিণ পাড়ে আগুনে পোড়ায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়