বুধবার, ০৬ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২১:২৭

মতলবে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জামায়াতে ইসলামীর গণমিছিল ও পথসভা

সংখ্যা দিয়ে কখনো কোনো যুগে ইসলামের বিজয় আসে নি --- বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন

রেদওয়ান আহমেদ জাকির
সংখ্যা দিয়ে কখনো কোনো যুগে ইসলামের বিজয় আসে নি --- বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী ও চাঁদপুর-২ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন বলেছেন, সংখ্যা দিয়ে কখনো কোনো যুগে ইসলামের বিজয় আসে নি। আমাদের মাঝে তাকওয়া ও আল্লাহভীতি থাকতে হবে। ইসলামের বিজয় এসেছে, বৃষ্টি উপেক্ষা করে যেভাবে বদরের যুদ্ধ হয়েছিল, আপনারা সেভাবে আজকে সাড়া দিয়েছেন, তাদের মতো মুজাহিদদের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে। তাদের সাথে আপনাদের সকলকে আল্লাহ জান্নাতের সাথী করুক।

তিনি আরো বলেন, বিজয়ের জন্যে আমরা তাকবির দিয়ে আল্লাহর শোকরিয়া আদায় করবো। তাকবির দিয়ে যারা ইসলামের বিরোধিতা করে তাদের দিলে কম্পন সৃষ্টি করবো। আমাদের লক্ষ্য রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয়ী করা, ইসলাম দ্বারা রাষ্ট্র শাসন করা, কিছু রুহানী লোক তৈরি করা, তাসকিয়ায়ে নফস মানুষের মাঝে সৃষ্টি করা ও আত্মশুদ্ধিসম্পন্ন লোক সৃষ্টি করা।

তিনি আরো বলেন, যাতে এদেশের জনগণ আল্লাহওয়ালা লোকের, আত্মশুদ্ধিসম্পন্ন লোকের, ইসলামী লোকের, মুসলিমদের শাসনের সুব্যবস্থার সুফল পেতে পারে। এটাই আমাদের লক্ষ্য। মিছিল মিটিংয়ে আমরা যেভাবে জানান দেবো, তেমিনভাবে ঘরে বসে আল্লাহর কাছে আমরা ধর্ণা দেবো। এটাই আমাদের সফলতার চাবিকাঠি।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা ও পৌর শাখার আয়োজনে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ডে ও রিক্সা স্ট্যান্ডের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল মোবিন কথাগুলো বলেন। পথসভা শেষে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ড থেকে গণ মিছিল শুরু হয়ে মতলবের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এনএএম টাওয়ার সংলগ্ন রিক্সা স্ট্যান্ডে পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।

পথসভায় মতলব পৌরসভার আমির মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মতলব দক্ষিণ উপজেলার সেক্রেটারী মাওলানা উমর ফারুক ও মতলব পৌরসভার সেক্রেটারী মো. কবির হোসেন দেওয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আমির, চাঁদপুর জেলা কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রশিদ পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মো. আবুল বাসার দেওয়ান ও নারায়ণপুর পৌরসভার আমির মাওলানা সালাউদ্দিন। বক্তব্য রাখেন মতলব পৌরসভার সহকারী সেক্রেটারী মো. মিজানুর রহমান প্রধানীয়া, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা নজরুল ইসলাম জেহাদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল করিম তালুকদার, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. মোজাম্মেল হক শাহিন চৌধুরী, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী কাজী ফয়সাল আহমেদ, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. মাহবুবুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ, ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান মিয়াজী, মতলব পৌর যুব জামায়াতের সেক্রেটারী এএম ইদ্রিস খান প্রমুখ।

পথসভায় মতলব দক্ষিণ উপজেলা ও পৌর জামায়াত, ইসলামী ছাত্র শিবিরের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়