বুধবার, ০৬ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২২:০৪

গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে কচুুয়ায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ

আলমগীর তালুকদার।।
গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে  কচুুয়ায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ

কচুয়ায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কচুয়ায় বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখা। মঙ্গলবার বিকেলে কচুয়ার আল ফাতেহা মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে কচুয়া বিশ্বরোড হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জামায়াতের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু নসর আশরাফী।

তিনি বলেন, ''৫ আগস্ট বাঙালি জাতির জন্যে ঐতিহাসিক একটি দিন, এই দিনে বাংলার ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলো। আর বাংলাদেশ মুক্ত হয়েছিলো স্বৈরাচার থেকে। গণঅভ্যুত্থান মনে করিয়ে দেয় অন্যায় অত্যাচার আর নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। তিনি আরো বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই একমাত্র পথ। আমরা কাউকে অপমান করতে চাই না, বরং মানুষের অধিকার রক্ষায় সত্যের পথে দৃঢ় থাকবো।”

সমাবেশে

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা শাখা জামায়াতের আমীর অ্যাডভোকেট আবু তাহের মেজবাহ, নায়েবে আমীর মাস্টার মো. সিরাজুল ইসলাম, পৌর আমীর অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজলী, উপজেলা শাখা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ।

গণমিছিল ও সমাবেশে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাফেজ মাওলানা মো. দেলোয়ার হোসেন, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণ যথাক্রমে ১ নং সাচার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো. মনির হোসাইন হেলালী, ৩নং বিতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ মাদানী, ৫নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন, ৬ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামছুল আলম প্রধান, ৭ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মো. জসীম উদ্দীন মিয়াজী,

১১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা কাউসার, ১২ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মারুফ আহমদ সুমন, ১ নং সাচার ইউনিয়ন শাখা আমীর মীর মো. অহিদুজ্জামান, ২ নং ইউনিয়নের আমীর মাওলানা মো. শহীদুল্লাহ, ৩ নং আমীর মাওলানা মো. নাছির উদ্দীন মোল্লা, ৪ নং আমীর মাওলানা মো. জসীম উদ্দীন, ৫ ন্ং আমীর মাওলানা মো. হেদায়েত উল্লাহ, ৬ নং আমীর অধ্যাপক মো. এমদাদ উল্যাহ, ৭ নং আমীর মাওলানা আব্দুস সামাদ আজাদী, ৮ নং আমীর অধ্যাপক মো. আবু জাফর, ৯ নং আমীর মাওলানা মো. আব্দুর রহমান নিজামী, ১০ নং আমীর অধ্যাপক মো. রফিকুল ইসলাম, ১১ নং আমীর মাওলানা মো. হেলাল উদ্দীন ও ১২ নং আমীর মাওলানা মো. আব্দুল মতিন।

কচুয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় পাঁচ সহস্রাধিক জামায়াত নেতা-কর্মী ও দায়িত্বশীলগণ গণমিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়