বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪২

হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত
হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

হাজীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন, উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিশ্বরোডে (চৌরাস্তা) অনুষ্ঠিত সমাবশে প্রধান অতিথির বক্তব্য দেন, দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ আমিনুল ইসলাম।

ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে তাদের অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি প্রিন্সিপাল এম.এ মতিন মজুমদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য আলহাজ্ব মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতা নিয়ে কাজ করে। এখনে সংখ্যাগুরু ও সংখ্যা লঘু বলতে কোনো কথা নেই। দেশের নাগরিক হিসেবে সবার পারিবারিক, সামাজিক, রাজৈনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ছাত্র আন্দোলনের সাথে রাজনৈতিক দল হিসেবে একমাত্র ইসলামী আন্দোলন শুরু থেকে সরকার পতন পর্যন্ত ছাত্র-জনতার সাথে এবং পাশে ছিলো, এখনো আছে। কিন্তু একটি দল সুবিধা নিতে চায়। তারা বিগত দিনে স্বৈরাচারী সরকারের মত আচরণ শুরু করেছে। আপনারা সতর্ক থাকবেন। আমরা চাই সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে সরকার গঠন হবে। সুতরাং সুখি-সমৃদ্ধ ও বৈষম্য বিরোধী দেশ গঠন পিআর (PR) পদ্ধতির বিকল্প নেই।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি গাজী মুহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক কেএম ইয়াসিন রাশেদ সানী, সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, উপজেলা উপদেষ্টা মুফতি আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি মো. জামাল উদ্দিন মিয়াজী, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহাদাত হোসেন।

ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারী হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়ার পরিচালনায় ইসলামী আন্দোলনের উপজেলা সি.সহ-সভাপতি মাও. মাহতাব উদ্দিন চৌধুরী, ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ক্বারী আবুল হাশেম, মাও. শারাফত উল্যাহ্, মাও. মাহবুব আলম, মাও. হাবিবুর রহমান, মাও. শাহাদাত হোসেন, আলী আহমদ পাটোওয়ারী, মাসুম বিল্লাহ্, তানজিল হোসেন, শাহেদুল ইসলাম, ইসমাঈল হোসেন প্রমুখ।

ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা নূরে আলম সিদ্দিকীর উপস্থাপনায় গণসমাবেশে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক আন্দোলনের সভাপতি আকতার হোসেন নিপু, যুব আন্দোলনের উপজলা নেতা আলামিন লিয়ন, ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন মাজহারীসহ অন্যান্য অতিথিবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় ইসলামী আন্দোলনের কার্যকরি সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মদ কামাল গাজী, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা আক্তার হোসেন আকন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সাধারণ মুহা. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়