প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪২
মুন্সীগঞ্জের শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসন আয়োজিত ২৪ সেপ্টেম্বর সকাল দশটায় উপজেলা মিলনায়তনে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে ,এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদক, সাধারণ সম্পাদক অধীর দত্ত, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন মুন্সী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আবু তোহা আদনান শাকিল, কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, এলজিইডি কর্মকর্তা মহিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী , আনসার ও বিডিপি কর্মকর্তা শরীফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম,হাসাড়া ইউপি চেয়ারম্যান সোলাইমান খান, কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু,বীরতারা ইউপি চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, পাটাভোগ ইউপি চেয়ারম্যান মুন খান,বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল,
উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ উপজেলার ৮২টি পূজা মন্ডপ কমিটির সদস্যরা। এবছর শ্রীনগর উপজেলায় ৮২ টি পুর্জামন্ডবে দুর্গা পুজা হবে।