বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ১৯:৩৪

জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

জেলেদের উপকার হবে সে জিনিসটাই তাদের দেয়া দরকার : জেলা প্রশাসক (ভিডিও দেখুন)

অনলাইন ডেস্ক

শনিবার ২৮ আগস্ট সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, আমাদের চাঁদপুর জেলায় প্রায় ৫১ হাজার ১শ' ৯০ জন জেলে রয়েছে। এটা আমি হালনাগাদ করতে বলেছি, যা কিছুদিনের মধ্যে হয়ে যাবে। যারা পেশা পরিবর্তন করেছে, যারা মারা গেছে তাদের নাম যেন এই তালিকায় না থাকে। প্রকৃত জেলেদের নাম যেন এই তালিকায় থাকে। জেলে এলাকায় গিয়ে বসে জেলদের সাথে কথা বলে এবং জনপ্রতিনিধিদের সাথে কথা বলে, এলাকার স্কুল শিক্ষিক এবং গণ্যমান্য ব্যক্তির সামনে এই তালিকাটি করার জন্যে বলা হয়েছে। আমি চাই জেলেরা মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করুক। অভিযান চলাকালীন ২ মাস তাদেরকে যদি আমরা কোন কাজে রাখি, তাহলে তারা কোন কষ্টের মধ্যে থাকবে না। আমি চাই তারা জেল না খাটুক। অভিযানের সময় জেলখানা পূর্ণ হয়ে যায়। তাদের এই কারাদণ্ড থেকে পেতে আবার লোন করতে হয়।

জেলা প্রশাসক বলেন, আমি প্রতিটি জেলে পল্লীতে গিয়ে সভা করেছি, জনপ্রতিনিধিদের সংযুক্ত করার চেষ্টা করেছি। আমরা অনেক জনপ্রতিনিধিদের অনুরোধ করেছি প্রশাসনকে সহায়তা করার জন্যে কিন্তু অনেক সময় আমরা তাদের কাছ থেকে সহায়তা পাইনি। তবে সবাই যে এমন তা নয়। কিছু কিছু জনপ্রতিনিধি ছাড়া অনেকই আমাদের সহায়তা করেছেন। এই সহযোগিতা যদি আরো বেশি হয় তাহলে আমাদের অভিযান সফল হবে। কারণ প্রায় ৭০ কিলোমিটার নদী একার পক্ষে প্রশাসনের পাহাড়া দেয়া সম্ভব নয়।

জেলা প্রশাসক আরো বলেন, আমি লিখিত আকারে প্রস্তাব দিয়েছি জেলেদের যে প্রণোদনা দেয়া হয় চাল, সে চাল না দিয়ে আমরা তাদের ১০ টাকা মূল্যের একাউন্ট খুলে দিবো আর সেই একাউন্টে সরাসরি টাকা চলে যাবে। কারণ চাল নিতে তারা বিভিন্নরকম হয়রানির শিকার হয় এবং তারা তা সঠিক সময়ে পায় না। আর ভ্যানগাড়ি, সেলাই মেশিন দিয়ে তারা কি করবে। যে জিনিসটা পেলে তাদের উপকার হবে সে জিনিসটাই তাদেরকে দেয়া দরকার। ২ মাস স্বল্প সময়ে ট্রনিং দিয়ে বিকল্প কোনো ব্যবস্থা করতে পারি তা তাদের জন্যে উপকার হবে।

জেলা মৎস কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মৎস্য গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিএম হান্নান, প্রেসক্লাবের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, এএইচএম আহসান উল্লাহ, সোহেল রুশদী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল আউয়াল রুবেল, ডিবিসির জেলা প্রতিনিধি তালহা যুবায়ের, নাজমুল হোসেন শান্ত, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, প্রার্থ বড়ুয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়