প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ২০:৩৭
শ্রীনগরে সাত দিনব্যাপী যুব প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
শ্রীনগরে সাত দিনব্যাপী যুব প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ১৭ জানুয়ারি বুধবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা কাঁঠাল বাড়িতে হস্ত শিল্পের উপর ৭ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার উপ-পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব। বেলতলী মহিলা যুব কল্যাণ সংস্থার সভাপতি মারজিয়া আক্তার লাবন্য । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফজরুল ইসলাম এবং উত্তর রাঢ়ীখালে বসত বাড়িতে শাক-সবজি চাষ বিষয়ক ৭ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ মামুনুর রশিদ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ফজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। উপ-সহকারী কৃষি কর্মকর্তার নির্মল সরকার