প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
পুলিশ যাতে আরো জনবান্ধব হয়, সে লক্ষ্যে আমরা কাজ করবো
চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্যই এই আয়োজন। সাংবাদিক ও পুলিশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। পুলিশের বন্ধু সাংবাদিক। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। কোনো কারণে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে নষ্ট না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। পুলিশ যাতে আরো জনবান্ধব হয়, সে লক্ষ্যে আমরা কাজ করবো।
তিনি আরো বলেন, সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। দেশের অগ্রগতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অপরাধ নিয়ন্ত্রণ করা, মাদক উদ্ধার, সাইবার বুলিং, জঙ্গিবাদ প্রতিরোধ, কিশোর গ্যাং, ইভটিজিং, যানজট নিরসন ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশিং সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, থানায় যেনো দালাল প্রবেশ করতে না পারে এবং থানাকে জনগণের আস্থার স্থল হিসেবে আরো কার্যকরী করতে হবে। চাঁদপুর জেলাকে অধিকতর নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলাই জেলা পুলিশের ভিশন।
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটাঃ মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এমআর ইসলাম বাবু, নির্বাহী সদস্য আলম পলাশ ও ফারুক আহমেদ।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী ও সাবেক সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন। পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা এবং ডিআইও-১ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং সদ্যবিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।