রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ মে ২০২৩, ২২:৫৯

আনোয়ারপুর নব-নির্মিত কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন

সমাজ ও আখেরাতে কিছু পেতে হলে মানুষ কে সম্মান করতে হবে : মইনুল হোসেন খান নিখিল

বাবুল মুফ্তী
সমাজ ও আখেরাতে  কিছু পেতে হলে মানুষ কে সম্মান করতে হবে : মইনুল হোসেন খান নিখিল

নীতি নৈতিকতা ও সততার মধ্যে দিয়ে সমাজ ও আখেরাতে কিছু পেতে হলে মানুষ কে সম্মান করতে হবে। সৃষ্টির সেরা জীব মানুষ, মুসলমানদের প্রথম ইবাদত নামাজ, সকল কে পাঁচ ওয়াক্ত নামাজ পরার আহবান জানান তিনি। ১৯ মে শুক্রবার সকাল ৯টায় মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আনোয়ারপুর কেন্দ্রীয় নব নির্মিত জামে মসজিদ উদ্বোধনে উপরোক্ত কথা গুলি বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। অনুষ্ঠানে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মাসুদ আলম কাজল সভাপতিত্ত্ব করেন। তিনি বলেন আল্লাহর পবিত্র ঘর মসজিদ করার দায়িত্ব সকলের, কিছু কিছু বিষয় আছে এ সমস্ত বিষয়গুলো দায়িত্ব নিয়ে করতে হয়। আমার যতটুকু স্বামর্থ ছিল গ্রামের মানুষের সহযোগিতায় মসজিদটি সুন্দর ও সুচারু রুপে করতে পেরেছি। মসজিদ করেছি অত্যাধুনিক ডিজাইন দিয়ে। মসজিদ টি সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় ৫-৬ বছর, এতে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি টাকা। মসজিদে ৬টি গম্বুজ রয়েছে, দুই হাজার মুসল্লী এক সাথে নামাজ পরতে পারবে ইনশাল্লাহ। তিনি মসজিদ পাঁচ ওয়াক্ত নামাজ, রীতিমতো আজান বাতি ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য গ্রামবাসীদের উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব হোসেন প্রধানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মতলব উত্তর উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, কেন্দ্রীয় মসজিদ কমিটির সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, ব্যাংন্কার আলহাজ্ব আবুল কাসেম, ডাঃ গিয়াস উদ্দিন, ডাঃ মোঃ খবির উদ্দিন, ইঞ্জিনিয়ার সাইদুজ্জামান তপন, এফসিএ মোঃ কামরুজ্জামান স্বপন। এ ছাড়া উপস্থিত ছিলেন দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান দুলাল, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ ইত্তেফাক, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আসাদুল্লাহ বাবুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান আরমান, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি সহ আনোয়ারপুর গ্রাম সহ আশে পাশের গ্রাম থেকে আগত অসংখ্য গন্যমান্য ব্যাক্তিবর্গ, সুধী বৃন্দ ও বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম ও শিক্ষার্থী বৃন্দ। কিছু সময় বিরতি রেখে জুম্মা নামাজে অংশ গ্রহণ করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মাসুদ আলম কাজল সহ সুধী বৃন্দ ও এলাকা বাসি। জুম্মা নামাজে অংশ গ্রহণ করেন জৌনপুরের পীর সাহেব হযরত মাওলানা ওয়া মোর্শেদুনা আলহাজ্ব শাহ্ সূফী সফি আহমেদ সিদ্দিকী সাহেব জৌনপুরী। তিনি জুম্মা নামাজের খূৎবা, নামাজ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। উক্ত মসজিদের খেদমত করে যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন মরহুমদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ওবায়দুল্লাহ। অনুষ্ঠান শেষে এলাকা বাসি ও আগত মেহমানদের জন্য তাবারুক বিতরণ ও আপ্যায়নের ব্যবস্থা করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মাসুদ আলম কাজল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়