শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩, ১০:০৬

নানা আয়োজনে পুরাণবাজার স্বদেশের বর্ষবরণ

স্টাফ রিপোর্টার
নানা আয়োজনে পুরাণবাজার স্বদেশের বর্ষবরণ

প্রাণ দিয়ে পেয়েছি মোরা স্বদেশ, জান দিয়েও রাখবো এ স্লোগানে চাঁদপুর পুরাণবাজার স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, শুভ নববর্ষ ১৪৩০। শুক্রবার ১৪ এপ্রিল সকাল নয়টায় মধুসূদন উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।সেখানে কর্মকর্তা শিল্পী কলাকুশলী শিক্ষার্থী ও অভিভাবকদের আগমনে প্রাণ ফিরে পায় শুভ নববর্ষের অনুষ্ঠান।

পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে এসো হে বৈশাখ গানের তালে তালে শুরু হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পরিবেশনার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে স্বদেশ সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে সেরা কয়েক জনকে পুরস্কৃত করে। বাংলা বর্ষবরণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশ সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ ও শ্রী মনোজ আচার্যী, চাঁদপুর স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি চাঁদপুর চেম্বারের সিনিয়র পরিচালক মাইনুল ইসলাম কিশোর, সাধারণ সম্পাদক একে আজাদ, সহ সভাপতি মাহাবুর রহমান মানিক,এমআর হারুন সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাস কুট্টি, চিত্রাংকন বিভাগের শিক্ষক সুজন সরকার, লিটন ধর, জয় ঘোষ, সংগীত শিল্পী মধুরিমা আচার্যী, উপমা দাস, শাওন, শ্রাবন দাস প্রমুখ।

এ সময় বাংলা নব বর্ষবরণ উৎসবে সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয় স্বদেশের এ আয়োজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়