প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০৯:১৪
ইতালিতে বরিশাল বিভাগ সমিতির নির্বাচন কমিশনের সভা
বরিশাল বিভাগ সমিতি ইতালির নির্বাচন কমিশনের দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানী রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও একটি হলরুমে এ সভার আয়োজন করা হয়। নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর সভা মুলতবি করা হয় এবং আগামী মঙ্গলবার ১৪ মার্চ দুপুর দেড় টায় রসই রেষ্টুরেন্টে পরবর্তী মতবিনিময় সভা আহবান করা হয়েছে।
|আরো খবর
সভায় সর্বসম্মতিক্রমে খুব শীঘ্রই বরিশাল বিভাগ সমিতি ইতালি’র নির্বাচনের তারিখ ও নির্বাচনী তফসিল ঘোষনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও আলোচনায় বলা হয় নির্বাচন কমিশনের যে সকল সদস্য পরবর্তী সভায় অনুপস্থিত থাকবেন অথবা পর পর তিনটি সভায় অনপুস্থিত থাকলে তাদের পদ শুন্য বিবেচনা করে উক্ত পদে নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব, এম এ রব মিন্টু, কমিশন সচিব, হেলাল উদ্দিন, এ্যাডঃ আনিচুজ্জামান, নাসির উদ্দিন খান, খান রিপন,রিয়াজ হোসেন।