রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ২১:৫৩

সুন্নিয়া দাখিল মাদ্রাসায় খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ)-এর ওরশ মাহফিল

স্টাফ রিপোর্টার
সুন্নিয়া দাখিল মাদ্রাসায় খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ)-এর ওরশ মাহফিল

চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলিতে খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ)-এর ওরশ শরীফ ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি শনিবার বাদ আছর হতে গভীর রাত পর্যন্ত এ মাহফিল কাদেরিয়া চিশতীয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং হাফেজ ছাত্রদের পাগড়ী পরিয়ে দেন চর-কুমিরা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হাফেজ মাওঃ মাহবুবুর রহমান চিশতী। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও আব্দুস সোবহান (রহঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মাওঃ এএইচএম আহসান উল্লাহ। প্রধান আলোচক ঢাকা মোহাম্মদীয়া তাহেরিয়া কৃষি মার্কেট জামে মসজিদের খতিব আল্লামা মুফতী মোহাম্মদ সাইফুল ইসলাম বাগদাদী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহরাস্তি দারুল ঈমান মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ জিয়াউর রহমান আল-আবেদী, কাদেরিয়া চিশতীয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওঃ আব্দুল হান্নান নিজামী, মধ্য খলিশাডুলী বাইতুর নূর জামে মসজিদের খতিব মাওঃ মোহাম্মদ মারুফ হোসাইন।

মাদ্রাসার শিক্ষক মাওঃ মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও মাওঃ মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, মাওঃ মুহাম্মদ আবদুল মুন্নাফ তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ কিয়াম শেষে দোয়া মোনাজাতের পরে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়