প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৩
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৌদি প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির দোয়া মাহফিল

সৌদি প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে হোটেল ডিমুরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা বশির সরকার। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক গাজী, সহ-সভাপতি সোহেল আলম হাজী, মোর্শেদ আলম জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ হোসেন বেপারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মিন্টু, সহ-সভাপতি আব্দুল মোতালেব ও জয়নাল আবেদিন। এছাড়া বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রহমান। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা অহিদুল ইসলাম।








